For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত সফরে ট্রাম্প, কিন্তু গুগলে আমেরিকানরা কী খুঁজলেন দেখে নিন

ভারত সফরে ট্রাম্প, কিন্তু গুগলে আমেরিকানরা কী খুঁজলেন দেখে নিন

  • |
Google Oneindia Bengali News

২৪শে ফেব্রুয়ারি ভারত সফরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সঙ্গে এসেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পও। তাদের আগমণ নিয়ে গত সপ্তাহ থেকেই গোটা ভারত জুড়ে ছিল সাজো সাজো রব। অবশেষে প্রতিক্ষার অবসান ঘটিয়ে বারতের মাটিতে পা-ও রেখেছেন স্বয়ং ট্রাম্প।

পরিষ্কার হয় প্রথম বিশ্বের মানুষদের ভারত সম্পর্কে ধারণা

পরিষ্কার হয় প্রথম বিশ্বের মানুষদের ভারত সম্পর্কে ধারণা

কিন্তু আপনি কী জানেন ট্রাম্পের ভারতসফরকালে আমেরিকানরা ইন্টারনেটে সারাদিন কী খুঁজে বেরালেন ? প্রথম বিশ্বের সর্বাধিক প্রতাপশালী দেশের মানুষেরা তৃতীয় বিশ্বের এই দেশ সম্পর্কে আদপে কী ধারণা রাখেন তা খানিক টা পরিষ্কার হয়ে যায় গত ২৪ ঘণ্টায় ভারত সম্পর্কে আমেরিকানদের গুগল সার্চের ধরণ দেখেই।

‘ভারত কোথায়’ তা জানতেই বেশি আগ্রহী মার্কিনিরা

‘ভারত কোথায়’ তা জানতেই বেশি আগ্রহী মার্কিনিরা

আহমেদাবাদে মোদী যখন ট্রাম্প বন্দনায় ব্যস্ত তখন "ভারত কী", "ভারত কোথায়" জানতেই রাতভর গুগল সার্চে ব্যস্ত হয়ে পড়তে দেখা গেল আমেরিকানদের। সম্প্রতি এই বিষয়ে একটি বিশদ তথ্য সম্বলিত প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের বৃহত্তম সার্চ ইঞ্জিন গুগলও।

১৩ই ফেব্রুয়ারির পর সর্বাধিক বেড়ে যায় গুগল সার্চের পরিমাণ

১৩ই ফেব্রুয়ারির পর সর্বাধিক বেড়ে যায় গুগল সার্চের পরিমাণ

সেখানে দেখা যাচ্ছে মার্কিনদের মধ্যে ভারত সম্পর্কে আরও জানার আগ্রহ ২৮শে জানুয়ারির পর থেকে উত্তর উত্তর বৃদ্ধি পেয়েছে। ১৩ই ফেব্রুয়ারির পর আমেরিকানদের গুগল সার্চ তালিকায় একদম শীর্ষে চলেছে তাদের ভারত সম্পর্কে কৌতূহল। অঞ্চল অনুসারে ভাগ করলে দেখা যায় কলম্বিয়া, হাওয়াই, পশ্চিম ভার্জিনিয়া ও দক্ষিণ ডাকোটার মানুষদের মধ্যে ভারত সম্পর্কে জানার প্রবণতা সর্বাধিক।

English summary
Trump visits India, but look at what Americans are looking at Google
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X