For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৩, দারুন - ব্রিটিশ ডুবুরির এই কথাতেই থাইল্যান্ডে ফিরল স্বস্তি, দেখুন সেই মুহূর্তের রোমাঞ্চকর ভিডিও

দশদিন পর জীবিত অবস্থায় খোঁজ মিলেছে থাইল্যান্ডের প্লাবিত গুহায় আটকে পড়া ছেলেদের। দেখুন সেই মুহুর্তের ভিডিও।

Google Oneindia Bengali News

অন্ধকার গুহায় টলটল করছে জল, কোনও রকমে তার একপাশে একটু ডাঙা পেয়ে বসে আছে ১৩ জন। তাদের উপর ঘোরাফেরা করছে ডুবুরিদের টর্চ। ব্রিটিশ ডুবুরি জিজ্ঞেস করেন, কজন আছো তোমরা? উত্তর আসে ১৩। আর তাতেই যেন আশার আলো দেখল থাইল্য়ান্ড।

১৩, দারুন - ব্রিটিশ ডুবুরির এই কথাতেই স্বস্তি পেল থাইল্যান্ড

তাদের দলের নাম 'ওয়াইল্ড বোরস' বা বুনো শুকর। যেন বুনো শুকরের জেদেই দশদিন অন্ধকার গুহার এক কোনে বিনা খাবার ও জলে দিব্বি টিকে আছে থাইল্যান্ডের ১২ খুদে ফুটবলের ও তাদের কোচ। থাই নেভি সিলের প্রকাশিত ভিডিয়োতে দেখা গিয়েছে তাদের খুঁজে পাওয়ার সেই মুহুর্ত।

তাদের গায়ে এখনও দলের লালরঙা জার্সি। কেউ কেউ ঠান্ডা থেকে বাঁচতে জার্সিটা টেনে হাঁটু ঢেকেছে। অন্ধকার গুহায় দিনের আলো ঢোকে না। তাই তাদের কাছে দিনের হিসেব নেই। ডুবুরিরা তাদের জানায় ১০ দিন গুহায় আটকে তারা। এতদিন ধরে আটকে থাকায় তাদের মধ্যে একটু ঘোরভাব থাকলেও গলার আওয়াজে বোঝা গিয়েছে তারা মোটের উপর সুস্থই আছে।

আশ্চর্যজনকভাবে শান্ত রয়েছে তারা। অনেকেই আশা করেছিল, এই ডুবুরিরাই তাদের উদ্ধার করবে। কিন্তু, এখনই উদ্ধারের আশা নেই শুনেও তাদের খুব একটা হতাশ লাগেনি। আরও ক'দিন লড়াইয়ের মানসিকতা নিয়েই তারা চোয়াল শক্ত করেছে। ডুবুরিরা তাদের কিছু হেলথ জেল ও টর্চ দিয়েছেন। সেসব নিয়ে তারা ডুবুরিদের ধন্যবাদ জানাতে ভোলোনি।

১৩, দারুন - ব্রিটিশ ডুবুরির এই কথাতেই স্বস্তি পেল থাইল্যান্ড

ব্রিটিশ কেভ রেসকিউ দলের দক্ষ তিন সদস্য রবার্ট হার্পার, রিচার্ড স্ট্যান্টন ও জন ভোলান্থেন সোমবার অনেক রাতে তাদের খুঁজে পান। গত বুধবার থাম লুয়াং গুহায় হঠাৎ জল বেড়ে গিয়ে ১১ থেকে ১৬ বছর বয়সী ১২ ফুটবলার ও তাদের ২৫ বছর বয়সী কোচ আটকে পড়ে। সেই থেকে নিখোঁজ ছিল।

তাদের জন্য প্রার্থনা করছিল গোটা দেশ। ব্রিটিশ রেসকিউ দলের গলায় ১৩ জনের বেঁচে থাকার কথা শুনেই থাইল্য়ান্ডে ফিরল স্বস্তি। এবার এই অসম সাহসীদের উদ্ধার করে আনার পালা।

English summary
See the video of the moment when 13 Thai boys found alive on the tenth day after they trapped in a flooded cave.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X