For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় বিতর্কসভা : ক্লিন্টন-ট্রাম্প তরজার ধার একনজরে!

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ১০ অক্টোবর: মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় বিতর্কসভা শুরুর আগে একে অপরের সঙ্গে সৌজন্যের হাসিটুকুও বিনিময় করলেন না। সম্মান জানাতে করলেন না করমর্দনও। ফলে প্রথম বিতর্কসভার চেয়ে দ্বিতীয় বিতর্কসভায় বিশ্বের সবচেয়ে শক্তিধর দেশের দুই রাষ্ট্রপতি পদপ্রার্থী হিলারি ক্লিন্টন ও ডোনাল্ড ট্রাম্পের আক্রমণের ধার যে দুপক্ষের ক্ষেত্রেই আরও ঝাঁঝালো হবে তা বুঝতে খুব একটা কারোর অসুবিধা হয়নি।[মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের আগে প্রথম বিতর্কসভা : একে অপরকে বেনজির আক্রমণ ট্রাম্প-হিলারির!]

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের একদিকে রিপাবলিকান প্রার্থী তথা বিতর্কিত চরিত্র ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী তথা বিদায়ী রাষ্ট্রপতি বারাক ওবামার উত্তরসূরী হিলারি ক্লিন্টন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তরজা শোনা গেল ট্রাম্প ও ক্লিন্টনের মধ্যে। এদিনের বিতর্ক সভায় ট্রাম্প ও ক্লিন্টনের সেরা উক্তিগুলি দেখে নেওয়া যাক একঝলকে।

মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের দ্বিতীয় বিতর্কসভা : ক্লিন্টন-ট্রাম্প তরজার ধার একনজরে!

ডোনাল্ড ট্রাম্প

নিজেকে রাজনৈতিক ব্যক্তি বলা প্রসঙ্গে

"আমি ভাবতেও পারছি না আমি নিজের প্রসঙ্গে এই কথা বলছি।"

২০০৫ সালের ভিডিও বিতর্ক নিয়ে

"ওটা তো লকার রুমের কথা ছিল। আমি যদিও বিষয়টা নিয়ে গর্বিত নই। আমি আমার পরিবারের কাছে ক্ষমা চাইছি। আমি আমেরিকার মানুষের কাছে ক্ষমা প্রার্থণা করছি। আমি মহিলাদের অত্যন্ত সম্মান করি। আমি মহিলাদের যতটা সম্মান করি কেউ মহিলাদের ততটা সম্মান দেয় না।"

বিল ক্লিন্টন প্রসঙ্গে

"এদেশের রাজনীতির ইতিহাসে এখনও পর্যন্ত মহিলাদের প্রতি ওর মতো অভদ্র, কুরুচিপূর্ণ ব্যক্তি আর ছিল না।"

হিলারি ক্লিন্টনের প্রতিশ্রুতি নিয়ে

"এগুলি শুধু কিছু শব্দ। শুধু মাত্র কিছু শব্দ।"

হিলারি ক্লিন্টনকে বার্নি স্যান্ডার্সের সমর্থন প্রসঙ্গে

"আমি ওনাকে শয়তানের সঙ্গে চুক্তি করতে দেখে হতচকিত।"

নির্বাচিত হলে কীভাবে ক্লিন্টনের ইমেল কেলেঙ্কারির বিষয়টা কীভাবে সামলাবেন

"আমরা নতুন স্পেশ্যাল প্রসেকিউটর আনব, এবং বিষয়টাকে খতিয়ে দেখব।"

সিরিয়ার ঘরছাড়াদের মার্কিন মুলুকে আগমণ

"আমরা তাদের মূল্যবোধ নিয়ে কিছু জানি না। তাদের দেশের প্রতি ভালবাসা নিয়েও আমরা কিচ্ছু জানি না। এরা সর্বকালের সেরা সাহসী যোদ্ধা ঘোড়া হতে পারে।"

পুতিন প্রসঙ্গে

"আমি পুতিনকে চিনি না। কিন্তু আমার মনে হয় আমারা রাশিয়াকে সঙ্গে নিয়ে চলতে পারলে খুব ভাল হয়, তাহলে আমরা একসঙ্গে আইএসআইএস-এৎ মোকাবিলা করতে পারব।"

কর প্রসঙ্গে

"হিলারি ক্লিন্টন আপনাদের করের পরিমান বাড়িয়ে দেবে আর আমি বিশ্ববাজারে এই করের হার অনেকটাই নিচে নামিয়ে আনব। আমি করের খুঁটিনাটি অন্যদের চেয়ে অনেক ভাল বুঝি। আমি কর দিই, আমি রাজস্ব করও দিই।"

হিলারি ক্লিন্টন

ইমেল কেলেঙ্কারি প্রসঙ্গে

"ওটা একটা ভুল ছিল। এবং ব্যক্তিগত ইমেল অ্যাকাউন্ট ব্যবহার করার সমস্ত দায় আমি নিচ্ছি। কোনও প্রমাণ নেই যে আমি যে সার্ভার ব্যবহার করছিলাম তা কেউ হ্যাক করেছিল।"

২০০৫ সালের ভিডিও বিতর্ক নিয়ে

"আমার মনে হয় যে কোনও মানুষের কাছে এখন পরিস্কার হয়ে গিয়েছে, যাকে এই ভিডিওটিতে দেখা গিয়েছিল তিনি আসলে কিসের প্রতিনিধিত্ব করছেন। তিনি আসলে কি তাও জানতে বাকি নেই মানুষের।"

আমেরিকার উদরতা নিয়ে

"আমরা অসাধারণ কারণ আমরা ভাল। আমরা একে অপরকে সম্মান করি। এই ধরণের আমেরিকারই অধিনায়কত্ব আমি করতে চাই।"

আইএসআইএস প্রসঙ্গে

"আমি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলির সঙ্গে সংঘবদ্ধ হয়ে আইএসআইএসকে পরাজিত করার পরিকল্পনা করেছি। ইসলামের সঙ্গে আমাদের কোনও যুদ্ধ নেই। এটা ভুলধারণা।"

ট্রাম্পের করনীতি

"ডোনাল্ড শুধু ডোনাল্ড এবং ডোনাল্ড মনস্ক মানুষদের দেখভাল করে।"

রাশিয়া ও সিরিয়া প্রসঙ্গে

"রাশিয়া ও সিরিয়ার যুদ্ধাপরাধের জন্য দায়ী করা হোক আমি চাই। আমি রাষ্ট্রপতি হলে তাই করব।"

ট্রাম্পের সমর্থকদের শোচনীয় বলা প্রসঙ্গে

"আমার সমস্যা ওঁর সমর্থকদের সঙ্গে নয়, সমস্যাটা ওঁর সঙ্গেই।"

English summary
Second Presidential debate: Key quotes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X