For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'রেসিস্ট' শব্দটি টুইটারে সার্চ করলে কী ঘটছে জানেন! ট্রাম্পের দেশে ফের শোরগোল

  • |
Google Oneindia Bengali News

টুইটারে 'রেসিস্ট' শব্দটি দিয়ে সার্চ করলেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট উঠে আসছে। যা দেখে আমেরিকার নেট পাড়ায় চরম হইচই।

রেসিস্ট শব্দটি টুইটারে সার্চ করলে কী ঘটছে জানেন! ট্রাম্পের দেশে ফের শোরগোল

উল্লেখ্য, কয়েকদিন আগে ট্রাম্পের একটি টুইটার পোস্ট নিয়ে ব্যাপক শোরগোল হয়। তারপর থেকে টুইটারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপরই সার্চ অ্যালগোরিদম ঘিরে ব্যাপক তোলপাড় শুর। এদিকে টুইটারে 'রেসিস্ট' শব্দটি দিয়ে সার্চ করলেই মার্কিন প্রেসিডেন্টের নাম আসছে। ঘটনাটি নিয়ে সাফাই দিয়েছে টুইটার।

উল্লেখ্য, সাম্প্রতিক জর্জ ফ্লয়েড কাণ্ড নিয়ে গোটা বিশ্ব তোলপাড়। আর আমেরিকার বুকে সেই কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে ঘিরে রীতিমতো প্রতিবাদের আগুন জ্বলছে। যা ট্রাম্প প্রশাসনের দিকেই তাক করে রয়েছে।

টুইটার জানিয়েছে, যদি কোনও অ্যাকাউন্ট থেকে বারবার একই ধরনের শব্দ পোস্টে আসে, তাহলে সেই শব্দ ধরে যে 'সার্চ' হবে, সেই সার্চে ওই অ্যাকাউন্টটিই আগে উঠে আসবে। এমনই কথা জানিয়েছে টুইটার। এর আগে ট্রাম্পের দুটি টুইটকে 'ফ্ল্যাগড ' রাখে টুইটার , যার পর সোশ্যাল মিডিয়া বন্দ করার হুমকি দিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট।

মূত্রথলিতে মিলল মোবাইল চার্জারের তার, বিষ্মিত চিকিৎসকমূত্রথলিতে মিলল মোবাইল চার্জারের তার, বিষ্মিত চিকিৎসক

English summary
Search the word racist in twitter , Trump's account will come, company reveals the truth
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X