For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গর্ভের সন্তান পুত্র না কন্যা বলে দেবে রক্তচাপ, দাবি গবেষকদের

হাত পায়ের চামড়া শুকনো, পায়ের পাতা ঠান্ডা? তাহলে ছেলে হবে। চকোলেট খেতে মন চাইছে তাহলে মেয়েই হবে। গর্ভবতী মহিলাদের এরকম নানা ভবিষ্যদ্বাণীই শুনতে হয়।

Google Oneindia Bengali News

হাত পায়ের চামড়া শুকনো, পায়ের পাতা ঠান্ডা? তাহলে ছেলে হবে। চকোলেট খেতে মন চাইছে তাহলে মেয়েই হবে। গর্ভবতী মহিলাদের এরকম নানা ভবিষ্যদ্বাণীই শুনতে হয়।

তবে আত্মীয়স্বজনদের কথাবার্তা আলাদা কিন্তু গবেষকরা বলছে, গর্ভের সন্তানের লিঙ্গ পরীক্ষা না করেই গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা আজকাল জানা সম্ভব। শরীরের রক্তচাপই বলে দিতে পারে গর্ভের সন্তান পুত্র না কন্যা।

গর্ভের সন্তান পুত্র না কন্যা বলে দেবে রক্তচাপ, দাবি গবেষকদের

আমেরিকান জার্নাল অফ হাইপারটেনশন নামক গবেষণায় হলা হয়েছে মহিলাদের গর্ভবতী থাকাকালীন তাদের রক্তচাপের নিরিখে ছেলে না মেয়ে বলে দেওয়া সম্ভব।

গবেষণা অনুযায়ী, গর্ভবতী হওয়ার আগে যদি সিস্টোলিক রক্তচাপ বেশি (১০৬এমএমএিচজি) সেক্ষেত্রে ছেলে হয় , আর রক্তচাপ কম (১০৩এমএমএিচজি) থাকলে তবে মেয়ে। চিনে প্রায় ১৪০০ মহিলার গর্ভাবস্থায় নজর রেখে এই সিদ্ধান্তে এসেছেন গবেষকরা। প্রত্যেকের ক্ষেত্রে, গর্ভাবস্থা ও তার আগে রক্তচাপ, কোলেস্টেরল এমনকী শরীরে শর্করার মাত্রা খতিয়ে দেখা হয়েছে।

তবে গবেষকদের কথায়, তবে এইক্ষেত্রে কেউ যেন মনে না করেন গর্ভাবস্থার আগে কোনওভাবে রক্তচাপ বাড়িয়ে কমে সন্তানের লিঙ্গ বদল করা সম্ভব।

English summary
SCIENTISTS BELIEVE THEY HAVE FOUND THE TRICK TO PREDICTING A BABY’S SEX
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X