For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজ্ঞান জিতলেও হেরে যাচ্ছে 'বিশ্ব', করোনা টিকাকরণ নিয়ে হঠাৎই বিস্ফোরক রাষ্ট্রসংঘের প্রধান

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনায় মৃতের সংখ্যা ছাড়াল ২০ লক্ষ৷ গতকাল এমনই খবর প্রকাশিত হয়৷ এর মধ্যে অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও যুক্তরাজ্যে, যেখানে বিশ্বের মোট জনসংখ্যার ২৭ শতাংশের বসবাস। অঞ্চলের নিরিখে সবচেয়ে খারাপ অবস্থা ছিল ইউরোপের৷ সেখানে আজ অবধি ৬ লক্ষ ৫০ হাজার ৫৬০ জন মারা গিয়েছেন৷ বাদ পড়েনি আমেরিকাও৷ যুক্তরাষ্ট্র এবং কানাডায় ৪ লক্ষ ৭ হাজার ৯০ জন মারা গিয়েছেন৷

বিশ্বে করোনায় মারা গিয়েছেন ২০ লক্ষ

বিশ্বে করোনায় মারা গিয়েছেন ২০ লক্ষ

২০১৯ এর শেষের দিকে চিনে করোনা ভাইরাসের দাপট শুরু হওয়ার পর থেকে গতকাল পর্যন্ত বিশ্বে করোনায় মারা গিয়েছেন ২০ লক্ষ ৬৬ জন মানুষ৷ বিভিন্ন দেশে ভ্যাকসিন শুরু হওয়ার পরও বহু মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ এখনও পর্যন্ত বিশ্বে ৯ কোটি ৩৩ লক্ষ ২১ হাজার ৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷

২০২১ সাল বিশ্বে এসেছে করোনা ভাইরাসের টিকার আশা

২০২১ সাল বিশ্বে এসেছে করোনা ভাইরাসের টিকার আশা

২০২১ সাল বিশ্বে এসেছে করোনা ভাইরাসের টিকার আশা নিয়ে। ইতোমধ্যে কয়েকটি দেশ নাগরিকদের টিকা দেওয়া শুরু করেছে। তবে মোট জনসংখ্যার একটি বড় অংশকে টিকা দিতে লাগবে বহুদিন। কিছু ধনী দেশ তা দ্রুততার সঙ্গে পারলেও গরিব অনেক দেশের টিকা পাওয়াই এখনও নিশ্চিত হয়নি।

বিশ্ব এক হৃদয় বিদারক মাইল ফলকে পৌঁছাল

বিশ্ব এক হৃদয় বিদারক মাইল ফলকে পৌঁছাল

এই আবহে এদিন রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক ভিডিও বার্তায় বলেছেন, 'আজ আমাদের বিশ্ব এক হৃদয় বিদারক মাইল ফলকে পৌঁছাল। এই প্রতিটি সংখ্যার পেছনে আছে এক একটি নাম, এক একটি মানুষের মুখ। তাদের হাসি মুখ এখন কেবল স্মৃতি। খাবার টেবিলে তাদের আসনটি চিরদিনের জন্য খালি হয়ে গিয়েছে। প্রিয় মানুষটি যে ঘরে থাকত, সেখানে এখন কেবল নিরবতার প্রতিধ্বনি।'

বিশ্ব দেরিতে সেরে উঠবে

বিশ্ব দেরিতে সেরে উঠবে

এদিন তিনি আরও বলেন, 'তবে আজ বড়লোক দেশগুলি ভ্যাকসিন পেয়ে যাচ্ছে, তবে গরিব দেশে ভ্যাকসিন এখনও পৌঁছাচ্ছে না। বিজ্ঞান জিতলেও হেরে যাচ্ছে সংহতি। বিশ্ব তাই এখনও সেরে উঠছে না। জাতীয়তাবাদের উপর ভিত্তি করে করোনা টিকা প্রয়োগ চালু থাকলে বিশ্ব দেরিতে সেরে উঠবে। জিততে হবে বিশ্বকে। এক-একটা দেশ আলাদা আলাদা ভাবে জিততে পারবে না।'

English summary
Science succeeding, but solidarity failing, said UN Secretary General Antonio Guterres about Covid vaccine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X