
নিয়ন্ত্রণরেখায় সক্রিয়তা বাড়ছে পাক মদত-পুষ্ট জঙ্গি শিবিরের, ওত পেতে তিনশো জঙ্গি, তৈরি লঞ্চপ্যাড
ফের বড়সড় নাশকতার ছক কষছে পাকিস্তান। গোয়েন্দা সূত্রে খবর, ইতিমধ্যেই নিয়ন্ত্রণ রেখা বরাবর বেশ খানিকটা সক্রিয়তা বেড়েছে পাক মদত-পুষ্ট জঙ্গি গোষ্ঠীগুলির। ভারতে অনুপ্রবেশের জন্য ইতিমধ্যেই ২৭টি জঙ্গি লঞ্চপ্যাড পুনরায় সক্রিয় করা হয়েছে বলে জানা যাচ্ছে।

সতর্ক রয়েছে ভারতীয় সেনাও
গোয়েন্দাদের অনুমান বড় নাশকতার পরিকল্পনা নিয়ে খুব দ্রুত ভারতে ঢোকা চেষ্টা চালাতে পারে ৩২০ জন জঙ্গি। স্বাধীনতা দিবসকে সামনে রেখেই পাক মদত-পুষ্ট জঙ্গি-গোষ্ঠী গুলি ঘুঁটি সাজাচ্ছে বলে অনুমান ভারতীয় গোয়েন্দা সংস্থা র আধিকারিকদের। ইতিমধ্যেই এই বিষয়ে নিয়ন্ত্রণ-রেখা বরাবর মোতায়েন ভারতীয় সেনাদের সতর্কও করেছেন গোয়েন্দারা।

ওৎ পেতে রয়েছে ৩২০ জঙ্গি
গোয়েন্দাদের অনুমান পাক সরকারের মদতেই পাক অধিকৃত কাশ্মীরে নতুন করে সক্রিয় হচ্ছে জঙ্গিরা। নিয়ন্ত্রণ-রেখা বরাবর নতুন করে জেগে উঠছে জঙ্গি শিবিরগুলিও। ২৭টি লঞ্চপ্যাড-সহ সেখানে প্রায় ৩২০ জঙ্গি ওৎ পেতে রয়েছে বলে খবর। ভারতে অনুপ্রবেশের সুযোগ খুঁজছে তারা।

চলতি বছরেই ভারতে ঢুকেছে ৩৫ জঙ্গি
গোয়েন্দা সূত্রে খবর, পাকিস্তানি সেনা এবং সে দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের তরফেই নিয়ন্ত্রণরেখায় লঞ্চ-প্যাডগুলি ফের সক্রিয় করা হয়েছে। সূত্র মতে, গত বছরে ৬০ টির তুলনায় এ বছর কেবল ৩৫ জন সন্ত্রাসী ভরতে অনুপ্রবেশে সক্ষম হয়েছে। পাশাপাশি স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ২০২০ সালের প্রথমার্ধে নিয়ন্ত্রণ-রেখা বরাবর ৪২৯ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করে পাকিস্তানি সেনার তরফে গুলি চালানোর ঘটনা ঘটেছে। গতবছর এই সময় এই পরিমাণ ছিল ৬০৫।

১০ কেজি ব্রাউন সুগার ও প্রচুর আগ্নেয়াস্ত্র উদ্ধার
এদিকে এই সপ্তাহের শুরুতে নিয়ন্ত্রণ-রেখা বরাবর একটি সন্দেহজনক পিক আপ ভ্যানের গতিবিধি নজরে আসে সেনার। কুপওয়ারাতে ওই ভ্যানটিকে আটকানো হয় বলে খবর। পরবর্তীতে ওই ভ্যান থেকেই ১০ কেজি ব্রাউন সুগার, ম্যাগাজিন ভর্তি দুটি একে-৪৭ রাইফেল বাজেয়াপ্ত করে সেনা। পাশাপাশি ২০টি গ্রেনেডও উদ্ধার করা হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে সেনা।

নিয়ন্ত্রণরেখায় অস্ত্রপাচারে চিনা যোগ ?
এদিকে এই ঘটনায় চিনা যোগের সন্দেহ করছেন ভারতীয় গোয়েন্দারা। কারণ লাদাখে ভারত-চিন সংঘাতের আবহে জম্মু-কাশ্মীরের নিয়ন্ত্রণ-রেখা বরাবর পাকিস্তানের সহায়তায় চিনের গতিবিধিও যথেষ্ট বাড়তে দেখা যায়। অন্যদিকে কুপওয়ারাতে বাজেয়াপ্ত করা অস্ত্র গুলির কোম্পানি বা প্রস্ততকারক সংস্থার চিহ্ন চিহ্ন মুছে ফেলা হয়ে বলে জান যাচ্ছে। যদিও গ্রেনেডে চিনা ছাপ স্পষ্টতই বোঝা যাচ্ছিল। দক্ষিণ কাশ্মীরে নাশকতার উদ্দেশ্যেই ওই অস্ত্রগুলি নিয়ে যাওয়া হচ্ছিল বলে খবর।
Recommended Video

বিজেপি একুশের লড়াই থেকে ছিটকে যাবে! সাংগঠনিক বৈঠকে বুথ সংগঠন নিয়ে ভাবনা