For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উঠে গেল এতবছরের নিষেধাজ্ঞা, এবার সৌদি আরবেও দেখা মহিলা গাড়িচালক

সৌদি আরবে এবার মহিলাদেরও স্টিয়ারিং হাতে দেখা যাবে। মঙ্গলবার এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সৌদি আরবের রাজা সলমন।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

সৌদি আরবে এবার মহিলাদেরও স্টিয়ারিং হাতে দেখা যাবে। মঙ্গলবার এই ঐতিহাসিক সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন সৌদি আরবের রাজা সলমন। ফলে এবার সেদেশের মহিলাদেরও ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রক্রিয়া শুরু হতে চলেছে। আগামী বছর থেকেই সৌদির রাস্তায় মহিলাদের গাড়িচালকের আসনে দেখা যাবে।

উঠে গেল এতবছরের নিষেধাজ্ঞা, এবার সৌদি আরবেও দেখা মহিলা গাড়িচালক

এতদিন পর্যন্ত সৌদি আরবই পৃথিবীর একমাত্র দেশ ছিল যেখানে মহিলাদের গাড়ি চালানোর অনুমতি ছিল না। অবশ্য ইসলাম আইন বা সৌদির ট্রাফিক আইনে এই ধরনের কোনও নিষেধাজ্ঞা রয়েছে বলে জানা নেই। কিন্তু তা সত্ত্বেও মহিলাদের লাইসেন্স ইস্যু করা হত না, এবং কেউ গাড়ি চালানোর চেষ্টা করলে তাকে আটক করে জরিমানা করা হত। এই কারণে গোটা বিশ্বে সৌদি আরবের ভাল দিকের চেয়ে খারাপ দিকের প্রচারই বেশি হচ্ছিল। এই নিয়ে দীর্ঘদিন ধরেই আন্দোলনও চলছিল।

কিন্তু সৌদি রাজা সলমন ও তাঁর ছেলে মহম্মদ বিন সলমান পুরনো আইনের বিলোপ ঘটানো বিশ্বজুড়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মহিলারা। আমেরিকায় সৌদি আরবের রাষ্ট্রদূত ও রাজার ছেলে যুবরাজ খালেদ বিন সলমন জানিয়েছেন, এই সিদ্ধান্ত ভবিষ্যতের দিকে একটা বড় পদক্ষেপ। ঠিক সময় ঠিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সৌদি আরবের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে আমেরিকাও।

মঙ্গলবার রাতে রাজার ফরমান হিসেবেই মহিলাদের ওপর থেকে গাড়ি চালানোয় নিষেধাজ্ঞা উঠে যায়। তবে এখুনি ড্রাইভিং লাইসেন্স হাতে পাবেন না সেদেশের মহিলা নাগরিকরা। ২০১৮ সালের জুন মাস থেকে এই ফরমান কার্যকর হবে। তার আগে এই নির্দেশ কীভাবে বাস্তবায়িত করা যায় তা ঠিক করতে একটি কমিটি গঠন করা হবে বলে রাজপরিবার সূত্রে জানা গিয়েছে।

English summary
In a royal decree, Saudi Arab allows women to drive for the first time, the royal decree will come into effect from June 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X