For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আকাশ ছোঁবে জ্বালানি তেলের দাম, সতর্ক করলেন সৌদির যুবরাজ

জ্বালানি তেলের দাম ক্রমশ বাড়ছে তাতে কোনও সন্দেহ নেই। যার অন্যতম কারণ সৌদির সরকারি তেল কারখানায় ড্রোন হামলা। ভারতেও তার রেশ এসে পৌঁছেছে।

Google Oneindia Bengali News

জ্বালানি তেলের দাম ক্রমশ বাড়ছে তাতে কোনও সন্দেহ নেই। যার অন্যতম কারণ সৌদির সরকারি তেল কারখানায় ড্রোন হামলা। ভারতেও তার রেশ এসে পৌঁছেছে। এই নিয়ে রবিবার আরও দুঃসংবাদ শোনালেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমন। একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আকাশছোঁয়া হবে জ্বালানি তেলের দাম। যদি না বিশ্বের সব দেশ ইরানের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে। যদিও যুদ্ধে না গিয়ে ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথকেই তিনি সমর্থন করেন বলে জানিয়েছেন।

সৌদি যুবরাজের বিস্ফোরক সাক্ষাতকার

সৌদি যুবরাজের বিস্ফোরক সাক্ষাতকার

৬০ মিনিটের সাক্ষাতকারে একের পর এক বিস্ফোরক মন্তব্য করে গিয়েছেন সৌদি আরবের যুবরাজ মহম্মদ বিন সলমান। খাসোগ্গির হত্যার ঘটনার স্বীকারোক্তি থেকে তেলের দাম বৃদ্ধি সব বিষয়েই খোলাখুলি কথা বলেছেন যুবরাজ। খাসোগ্গির হত্যাকাণ্ডের স্বীকারোক্তির পর সৌদির যুবরাজের সুনাম যে অনেকটাই নষ্ট হয়েছে সেকথা বলাই বাহুল্য। ইরানের প্রতি উষ্মা প্রকাশ করে সরাসরি ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন সলমান। তিনি দাবি করেছেন শীঘ্রই ইরানের বিরুদ্ধে যদি কোনও পদক্ষেপ গোটা বিশ্ব না করে তাহলে তেলের দাম আকাশ ছোঁয়া হতে সময় লাগবে না। বিশ্বে তেল সংকট তৈরি হবে বলেও জানিয়েছেন তিনি।

সৌদিতে তেলের কারখানায় বিস্ফোরণ

সৌদিতে তেলের কারখানায় বিস্ফোরণ

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের সর্ববৃহত তেল কারখানা আমরাকোতে ড্রোন হামলা চালানো হয়। আর এই হামলার নেপথ্যে ইরানের হাত রয়েছে বলে দাবি সৌদি আরবের। যদিও তেহরান বারবারই এই হামলার কথা অস্বীকার করেছে। কিন্তু ইরানের সে দাবি মানতে নারাজ সলমান। উল্টে ইরানে বিরুদ্ধে তেড়েফুঁড়ে যুদ্ধং দেহি মানসিকতা নিয়ে লড়াইয়ে নেমেছেন তিনি। ইরানকে শায়েস্তা করতে যুদ্ধের পথ বেছে নিতেও তিনি প্রস্তুত বলে জানিয়েেছন। তবে এক্ষেত্রে কূটনৈতিক আলোচনাকেই তিনি অগ্রাধিকার দিচ্ছেন বলে দাবি সৌদির যুবরাজের।

তেলের দাম বৃদ্ধি

তেলের দাম বৃদ্ধি

সৌদি আরবে এই তেলের কারখানায় ড্রোন হামলার পর থেকে গোটা বিশ্বে তেলের দাম বাড়তে শুরু করেছে। ভারতেও তার রেশ এসে পৌঁছেছে। সেই আঁচ গোটা বিশ্বে ছড়িয়ে পড়তে সময় লাগবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সৌদির যুবরাজ। এদিকে আমেরিকার সঙ্গে তেহরানের চাপান উতর অব্যহত রয়েছে। পরিস্থিতি এতোটাই উদ্বেগজনক যে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভাতেও এই সমস্যার সমাধান হয়নি।

এক কথায় ৬০ মিনিটের সাক্ষাতকারে ইরানকে কোনঠাসা করতে সবরকম প্রচেষ্টা চালিয়ে গিয়েছেন সৌদির যুবরাজ।

<strong>[ কোথাও গাড়ির ভিতরে জল, কোথাও ট্র্যাক্টরে উদ্ধার কাজ! বিহারের জলছবির ভিডিও প্রকাশ্যে ]</strong>[ কোথাও গাড়ির ভিতরে জল, কোথাও ট্র্যাক্টরে উদ্ধার কাজ! বিহারের জলছবির ভিডিও প্রকাশ্যে ]

[ ইমরান জঙ্গিদের 'রোল মডেল'! প্রাক্তন পাক ক্রিকেটারকে এবার তোপ বিজেপি সাংসদ গম্ভীরের ][ ইমরান জঙ্গিদের 'রোল মডেল'! প্রাক্তন পাক ক্রিকেটারকে এবার তোপ বিজেপি সাংসদ গম্ভীরের ]

English summary
Saudi Prince says oil prices could spike to unimaginably high numbers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X