For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদির রাজা, সঙ্গে লটবহর যাচ্ছে ৫ লক্ষ কেজির!

সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল আজিজ আল-সৌদ পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে তিনি যাচ্ছেন ৯ দিনের জন্য। আর এই সফরে তাঁর লটবহর রেকর্ড করার মতো।

  • |
Google Oneindia Bengali News

জাকার্তা, ২৮ ফেব্রুয়ারি : রাজার চাল হবে রাজার মতোই। তা সে যতই এখন গোটা পৃথিবী জুড়ে গণতন্ত্রের রমরমা হোক না কেন। সৌদি আরবের রাজা সলমন বিন আবদুল আজিজ আল-সৌদ যেমন রাজা হিসাবে নিজের ছাপ রেখেছেন। পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া সফরে তিনি যাচ্ছেন ৯ দিনের জন্য। আর এই সফরে তাঁর লটবহর রেকর্ড করার মতো।[(ছবি) এই 'বিস্ময়-শিশুদের' দেখলেই চমকে উঠবেন!]

ইন্দোনেশিয়ার সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সেদেশে সফর করার সময়ে সৌদি রাজার মোট লটবহর (লাগেজ) এর ওজন হবে ৫ লক্ষ ৬ হাজার কেজি (৫০৬ টন)। এর মধ্যে থাকবে দুটি মার্সেডিজ বেনজ, লিমোজিন ও দুটি ইলেকট্রিক লিফট।[(Video) গীর্জায় চোখ খুললেন 'যীশু খ্রিস্ট', কিংকর্তব্যবিমূঢ় ভূত বিশারদরা!]

ইন্দোনেশিয়া সফরে যাচ্ছেন সৌদির রাজা, সঙ্গে লটবহর যাচ্ছে ৫ লক্ষ কেজির!

গত ৪৬ বছরে এই প্রথম কোনও সৌদি রাজা ইন্দোনেশিয়া সফরে আসতে চলেছেন। দুই দেশের মধ্যে অর্থনৈতিক যোগাযোগ আরও বাড়ানোই এই সফরের মূল লক্ষ্য। তবে সৌদি রাজার লটবহরের যা পরিমাণ তাতে চোখ কপালে উঠেছে সফরের জোগাড়ে ব্যস্ত থাকা উদ্যোক্তাদের।[(ছবি) এই তথ্যগুলি জানলে চোখ আপনার কপালে উঠবে!!]

জানা গিয়েছে, এত পরিমাণ লটবহর সামাল দিতে ইতিমধ্যেই ৫৭২ জন কর্মীকে এই সফরের জন্য নিয়োগ করা হয়েছে। ইন্দোনেশিয়া সরকারের কাছে খবর রয়েছে, মোট ১৫০০ জনের দল সৌদি রাজার সঙ্গে সফরে আসছে। এতে রয়েছেন ১০ জন মন্ত্রী, ২৫ জন রাজপুত্র ও অন্তত ১০০ জন নিরাপত্তারক্ষী।[ভারতের এই গ্রামের সব জায়গায় জ্বলে এলইডি আলো!]

প্রসঙ্গত, সৌদি রাজার এই লটবহন নিয়ে বিস্মিত হলেও এমন ঘটনা অতীতে অন্যরাও ঘটিয়েছেন। মার্কিন রাষ্ট্রপতি থাকাকালীন ২০১৩ সালে বারাক ওবামা যখন আফ্রিকা সফরে গিয়েছিলেন তখন তাঁর সঙ্গে ৫৬টি গাড়ি ছিল। এর মধ্যে ১৪টি লিমোজিন ছিল। এছাড়া ২০১৪ সালে ওবামার ব্রাসেলস সফরে ৪৫টি গাড়ি ও ৯০০জন লোক গিয়েছিল।

English summary
Saudi Arabia's King Salman bin Abdul Aziz al-Saud is heading to Indonesia this week for a nine-day visit. According to reports in the Indonesian press, the Saudi royal is expected to bring 459 metric tonnes (506 U.S. tons) of cargo with him on his trip - including two Mercedes-Benz s600 limousines and two electric elevators.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X