For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদির যুবরাজকে সোনার প্লেটের সাব মেশিনগান! ভারতের অস্বস্তি বাড়ালেন পাকিস্তানের সাংসদরা

যুবরাজ মহম্মদ বিন সুলেমনকে সোনার প্লেটের বন্দুক তুলে দিয়েছেন তাঁরা।

  • |
Google Oneindia Bengali News

অতিথিদের হাতে মূল্যবান সামগ্রি তুলে দেওয়ার ঘটনা নতুন কিছু নয়। বিশেষ করে তা যদি হয় বিজেপি অতিথি, তাহলে নিদেন পক্ষে কিউবার সিগার কিংবা ফেঞ্চ ওয়াইনের বোতলও দিয়ে থাকেন। কিন্তু সৌদির যুবরাজকে পাকিস্তানের সাংসদরা যা দিলেন, তা সব কিছুকেই ছাড়িয়ে গিয়েছে। যুবরাজ মহম্মদ বিন সুলেমনকে সোনার প্লেটের বন্দুক তুলে দিয়েছেন তাঁরা।

সৌদির যুবরাজকে সোনার প্লেটের সাব মেশিনগান! ভারতের অস্বস্তি বাড়ালেন পাকিস্তানের সাংসদরা

সৌদির যুবরাজের হাতে যে বন্দু তুলে দেওয়া হয়েছে তা, হেকলার এবং কচ এমপি ফাইভ প্রকৃতির। জার্মানির ইঞ্জিনিয়াররা এই বন্দুক তৈরি করেছিলেন। তবে এদিকে প্রথাগত বন্দুক বললেও ভুল করা হবে। এটি হল সাব মেশিনগান। যা সোনার প্লেটে মুড়ে তুলে দেওয়া হয়েছে সৌদির যুবরাজের হাতে।

১৮ ফেব্রুয়ারি বিন সলমন পাকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেখা করেছিলেন।

সৌদির যুবরাজ, যিনি সাধারণভাবে এমবিএস নামেই পরিচিত। সূত্রের খবর অনুযায়ী,তাঁর হাতে নিজের একটি প্রতিকৃতিও তুলে দিয়েছেন পাকিস্তানের সাংসদরা। সৌদির যুবরাজের হাতে এমন এক সময়ে অস্ত্র তুলে দেওয়া হল, যেই সময় তিনি দেশের সাংবাদিক জামাল খাসোগির হত্যা বিতর্কে জড়িয়ে পড়েছেন। আমেরিকার গোয়েন্দাদের মতে এই হত্যার পুরো বিষয়টিই জানতেন সৌদির যুবরাজ।

এশিয়ার দেশগুলির সঙ্গে নিজের দেশের সম্পর্ক জোরদার করতে পাকিস্তানকে দিয়ে সফর শুরু করেছেন সৌদির যুবরাজ। পরে তিনি ভারতে আসেন।
ইসলামাবাদে সৌদির যুবরাজের পদর্পণের সময় ২১ বার তোপধ্বনি করে স্বাগত জানানো হয়। পাকিস্তান সফর কালে সেদেশকে সাহায্যের জম্য ২০ বিলিয়ন ডলারের চুক্তি সাক্ষরও হয়। সৌদির যুবরাজের পরবর্তী সময়ে চিন সফরে যাবেন বলে জানা গিয়েছে। সৌদির সবথেকে বড় ব্যবসায়িক অংশিদার হল চিন।

English summary
Saudi Crown Prince MBS Presented Gold-Plated Submachine Gun by Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X