For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি আরবে গড়ে উঠছে প্রথম নন-প্রফিট সিটি! উদ্ভাবনী শক্তির বিকাশে ঘোষণা প্রিন্সের

সৌদি আরবে চালু হতে চলেছে প্রথম নন-প্রফিট সিটি বা অলাভজনক শহর। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমান বিন আবদুল আজিজ আল সৌদ রবিবার প্রথম অলাভজনক শহর চালু করার ঘোষণা করেছেন।

  • |
Google Oneindia Bengali News

সৌদি আরবে চালু হতে চলেছে প্রথম নন-প্রফিট সিটি বা অলাভজনক শহর। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমান বিন আবদুল আজিজ আল সৌদ রবিবার প্রথম অলাভজনক শহর চালু করার ঘোষণা করেছেন। সেই অলাভজনক শহরের নামকরণ করা হয়েছে যুবরাজ মহম্মদ বিন সলমানের নামে।

সৌদি আরবে গড়ে উঠছে প্রথম নন-প্রফিট সিটি! ঘোষণা প্রিন্সের

সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, সৌদি আরবের রাজধানী রিয়াধ শহরে বিশ্বব্যাপী অলাভজনক খাতের উন্নয়নের জন্য একটি মডেল এবং যুব ও স্বেচ্ছাসেবক গোষ্ঠীর পাশাপাশি স্থানীয় ও আন্তর্জাতিক অলাভজনক প্রতিষ্ঠানগুলির জন্য একটি ইনকিউবেটর হতে পারে বলে মনে করা হচ্ছে।

যুবরাজ মহম্মদ বিন সলমান ঘোষণা করেন, সৌদি আরবের প্রথম অলাভজনক শহরটি প্রায় ৩.৪ বর্গ কিলোমিটার এলাকাজুড়ে নির্মিত হবে। এবং এই শহরে অলাভজনক ক্রিয়াকলাপ হবে। এই শহরে উদ্ভাবনী শক্তির প্রদর্শন হবে। উদ্যোক্তা এবং যোগ্য ভবিষ্যৎ নেতাদের তুলে ধরা হবে। দেশের ভালোর জন্য কাজ করবে এই শহর।

অলাভজনক এই শহরটি ডিজিটাল টুইন মডেল অনুসরণ করে চলবে এবং তা বাস্তবায়ন করে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবে দেশকে। রিয়াধের এই অলাভজনক শহরে অ্যাকাডেমি, কলেজ, স্কুল, একটি সম্মেলন কেন্দ্র, একটি বিজ্ঞান কেন্দ্র, একটি জাদুঘর, একটি সৃজনশীল কেন্দ্র থাকবে, যা বিজ্ঞান এবং নতুন প্রজন্মের প্রযুক্তিতে উদ্ভাবকদের উচ্চাকাঙ্ক্ষাকে সমর্থন করার জন্য একটি স্থান অফার করবে। ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমান একথা জানিয়েছেন।

এখানেই শেষ নয়, সৌদি আরবের প্রথম অলাভজনক শহরে বিশ্বজুড়ে সকল সম্প্রদায়ের অবদানকে পরিচালিত করার জন্য উদ্ভাবনী উদ্যোগ নেওয়া হবে। সকল উদ্ভাবনী কাজকে সমর্থন এবং উৎসাহিত করার জন্য ভেঞ্চার ক্যাপিটাল সংস্থা এবং বিনিয়োগকারীদের হোস্ট করা হবে

যুবরাজ মহম্মদ বিন সলমান জানান, সৃজনশীলতা এবং উদ্ভাবনকে উন্নীত করার জন্য কিছু প্রতিভাবান ব্যক্তিকে সৌদি নাগরিকত্ব প্রদান করা হয়। সেই ঘোষণার কয়েকদিন পরেই সৌদি আরবে একটি অলাভজনক শহর তৈরির পরিকল্পনা গ্রহণ করা হল। যেখানে সমস্ত সম্প্রদায়ের উদ্ভাবনী ক্ষমতার প্রদর্শনেক ব্যবস্থা থাকবে। দেশের ও দশের হিতের জন্য কাজ করা হবে এই অলাভজনক শহরে।

গোটা বিশ্বের কাছেই এই পরিকল্পনা একেবারে অভিনব। এর আগে এভাবে ভাবেননি কোনও ক্রাউন প্রিন্স বা কোন দেশের রাষ্ট্রনায়ক। এখন দেখার কতখানি সফল হয় এই অলাভজনক শহর তৈরির পরিকল্পনা। অলাভজনক শহর তৈরির পরিকল্পনা বাস্তবায়িত হলে এবং সফল হলে তা অন্য দেশের কাছেও আদর্শ হয়ে উঠবে।

English summary
Saudi Arabia's Crown Prince Mohammed Bin Salman announced to launch of the first non-profit city.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X