For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঐতিহাসিক সিদ্ধান্ত রক্ষণশীল সৌদি আরবের, গাড়ি চালানোর ছাড়পত্র পেলেন সেদেশের মহিলারা

দেশ জুড়ে মধ্যরাতে বিজয়োল্লাস সৌদির মহিলাদের। ঐতিহাসিক সিদ্ধান্তে এবার গাড়ির স্টিয়ারিং নিজে হাতে রাখতে চলেছেন সেদেশের মহিলারা। রক্ষণশীল সৌদি আরব মহিলাদের গাড়ি চালানোর ছাড়পত্র দিয়েছে।

Google Oneindia Bengali News

দেশ জুড়ে মধ্যরাতে বিজয়োল্লাস সৌদির মহিলাদের। ঐতিহাসিক সিদ্ধান্তে এবার গাড়ির স্টিয়ারিং নিজে হাতে রাখতে চলেছেন সেদেশের মহিলারা। রক্ষণশীল সৌদি আরব মহিলাদের গাড়ি চালানোর ছাড়পত্র দিয়েছে।

ঐতিহাসিক সিদ্ধান্ত রক্ষণশীল সৌদি আরবের, এবার স্টিয়ারিং ঘোরাবেন সেদেশের মহিলারা

ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে রিয়াধে মধ্যরাতেই গাড়ি চালিয়ে স্বাধীনতার নয়া ধাপকে উদযাপন করেন সেদেশের মহিলারা। দেশের মহিলা স্বাধিনতার নয়া পদক্ষেপটি নেন সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমন। উল্লেখ্য,রবিবার থেকেই সেদেশে মহিলারা গাড়ি চালানোর ছাড়পত্র পেয়েছেন। আর এই সুসংবাদে আর ঘরে বসে থাকতে পারেননি তাঁরা । গাড়ি নিয়ে মধ্য রাতেই রাস্তায় বেরিয়ে পড়েন সৌদি মহিলারা। জুন মাস থেকে সেদেশে মহিলাদের ড্রাইভিং লাইসেন্স দেওয়া শুরু হয়।

যুবরাজ মহম্মদ বিন সলমনের সিদ্ধান্তে রীতমত উচ্ছসিত হয়ে ওঠেন সৌদির মহিলারা। সসৌদির বাজারে গাড়ির চাহিদা বাড়তে থাকে। বাড়তে থাকে গাড়ির মহিলা ক্রেতার সংখ্যা। বিভিন্ন জায়গায় শুরু হয় নয়া ড্রাইভিং স্কুল। রিয়াধের বেশ কিছু ড্রাইভিং স্কুলগুলি জানিয়েছে, ক্রেমই সেখানে বাড়ছে মহিলাদের সংখ্যা। উল্লেখ্য, সৌদির যুবরাজ মহম্মদ বিন সলমনের হাত ধরে বহু যুগান্তকারী সিদ্ধান্তের পথে হাঁটছে সৌদি। সেদেশের উন্নয়নের স্বার্থে রক্ষণশীল সমাজের বাধা টপকে বহু যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন যুবরাজ।

English summary
Saudi Arabia lifts ban on Women driving
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X