For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানের ডাকে সায় আরবের! কাশ্মীর নিয়ে ওআইসিতে নয়া পদক্ষেপ

কয়েক মাস আগের ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে, যখন ভারতীয় বীর উইং কামান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান বন্দি করে রেখেছিল

  • |
Google Oneindia Bengali News

কয়েক মাস আগের ফ্ল্যাশব্যাকে গেলে দেখা যাবে, যখন ভারতীয় বীর উইং কামান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান বন্দি করে রেখেছিল, তখন ওআইসি-র অন্তর্ভূক্ত দেশগুলি থেকেই পাকিস্তানের ওপর জোর খাটিয়ে কটূনৈতিক প্রক্রিয়ায় পাকিস্তান থেকে বর্তমানকে ছাড়া হয়। এই ঘটনার কয়েক মাস কাটতেই বছরের শেষে এসে কাশ্মীর ইস্যুতে এবার কার্যত ভারতের বিপক্ষে গিয়ে পাকিস্তানের ডাককে সায় দিল সৌদি আরব।

সৌদির ডাক কাশ্মীর ইস্যুতে

সৌদির ডাক কাশ্মীর ইস্যুতে

পাকিস্তানের কথায় সায় দিয়ে এবার অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপরেশনে এবার সৌদি আরব নয়া বৈঠকের ডাক দিয়েছে। কাশ্মীর ইস্যুতে এর আগে পাকিস্তান আরবের কাছে এই মিটিং এর জন্য আর্জি জানায়। তারপরই এমন ডাক আসে ।

 কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে পাকিস্তানের পদক্ষেপ

কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে নেওয়া নিয়ে পাকিস্তানের পদক্ষেপ

পাকিস্তানের তরফে সেদেশের বিদেশমন্ত্রী জানান, কাশ্মীর থেকে দিল্লির ৩৭০ ধারা তুলে নেওয়া, নাগরিকত্ব ইস্যুতে লাগু হওয়া বিল, এই সমস্তই ভারতের সংখ্যালঘুদের নিশানার নামান্তর। এমন পরিস্থিতিতে ওআইসিতে একটি বৈঠকের আর্জি জানায় পাকিস্তান।

ইসলামাবাদে আরবের মন্ত্রীর সফর ও কাশ্মীর ইস্যু

ইসলামাবাদে আরবের মন্ত্রীর সফর ও কাশ্মীর ইস্যু

এর আগে ইসলামাবাদে আরবের বিদেশমন্ত্রী প্রিন্স ফয়জাল বিন ফরহান অল সৌদি কয়েকদিন আগেই সফর শুরু করেন। সেই সময়ই পাকিস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি বৈঠকে বসেন। সেখানেই দুই তরফে কাশ্মীর ইস্যু নিয়ে কথা হয়।

 পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার কূটনীতি

পাকিস্তান ও দক্ষিণ এশিয়ার কূটনীতি

এর আগে, সৌদির অনুরোধে পাকিস্তান মালয়েশিয়ার ডাকে শেষ ওআইসি বৈঠকে যোগ দেয়নি। যে বৈঠকে যোগ দিয়েছিল ইরান। য়েখানে মালয়েশিয়ার তরফে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সমস্ত পদক্ষেপকে সমর্থন করা হয়েছিল। এরপর পাকিস্তানের কাশ্মীর ইস্যুতে ডাক নিয়ে নড়েচড়ে বসতে বাধ্য হয় সৌদি। এমনই দাবি একাংশের।

তৃণমূলের সঙ্গে কতজন কাউন্সিলর ভাটপাড়ায়, মুকুল-অর্জুনকে স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয়রতৃণমূলের সঙ্গে কতজন কাউন্সিলর ভাটপাড়ায়, মুকুল-অর্জুনকে স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয়র

English summary
Saudi Arabia gives in to Pakistan's demand, will hold OIC meet on Kashmir.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X