For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হল রাজপুত্রের!

সৌদি আরবের নিয়মকানুন এতটাই শক্ত যে তাতে ছাড় নেই রাজবংশের কারোরও। মঙ্গলবার সৌদিতে রাজ পরিবারের এক সদস্য যিনি আবার রাজপুত্রও বটে, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিয়াধ, ২০ অক্টোবর : সৌদি আরবের নিয়মকানুন এতটাই শক্ত যে তাতে ছাড় নেই রাজবংশের কারোরও। মঙ্গলবার সৌদিতে রাজ পরিবারের এক সদস্য যিনি আবার রাজপুত্রও বটে, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ['স্কাইডাইভ' দিয়ে জন্মদিন পালন ৯৫ বছরের বৃদ্ধার!]

রাজপুত্রের নাম তুর্কি বিন সৌদ আল-কবীর। নিজের বন্ধু আদিল আল-মাহেমিদকে বচসার জেরে গুলি করে খুনের দায়ে কবীরের সর্বোচ্চ সাজা দেওয়া হয়েছে। এই নিয়ে এই বছরে মোট ১৩৪ জন সৌদি অধিবাসী বা বিদেশিকে মৃত্যুদণ্ড দিল সেদেশের সরকার। [জাপানে অফিসে ওভারটাইমের জেরে প্রাণ যাচ্ছে প্রতি ৫ জনে ১ জনের!]

সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হল রাজপুত্রের!

আরব নিউজ জানিয়েছে, ২০১৪ সালের নভেম্বরে এই ঘটনায় কবীরকে সাজা শোনায় রিয়াধের আদালত। কারণ ২০১২ সালের ডিসেম্বরে নিজের বন্ধুকে খুন করেন কবীর নামের সেই রাজপুত্র। তারপরে এতদিনে তার মৃত্যুদণ্ড কার্যকর হল। [নারী-পুরুষ একে অপরকে ছাড়াই জন্ম দিতে পারবে সন্তানের!]

মৃতের কাকা তথা রাজ পরিবারের সদস্য আবদুল রহমান আল-ফালাজ জানিয়েছেন, এতেই প্রমাণিত হয় সৌদিতে আইন কতটা স্বচ্ছ্ব। [৩৪ কেজি ওজনের বিশ্বের সবচেয়ে বড় মুক্তোর সন্ধান মিলল ফিলিপিন্সে]

প্রসঙ্গত, সৌদিতে যতজনকে সর্বোচ্চ সাজা দেওয়া হয় তাদের মধ্যে বেশিরভাগকেই তলোয়ার দিয়ে গলা কেটে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারণ সৌদিতে ইসলামিক আইন বড় কঠিন। এই অনুযায়ী খুন, মাদক পাচার, ডাকাতি, ধর্ষণের মতো অপরাধে একটাই সাজা দেওয়া হয়, তা হল মৃত্যুদণ্ড।

মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের হিসাব বলছে, ২০১৫ সালে ১৫৮টি মৃত্যুদণ্ড কার্যকর হয়েচে সৌদিতে। যা সংখ্যার বিচারে ইরান ও পাকিস্তানের পরই রয়েছে।

English summary
Saudi Arabia executes prince for murder
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X