এবার থেকে এই মুসলিম প্রধান দেশের সেনাবাহিনীতে জায়গা পাচ্ছেন মহিলারা
সেদেশে রিয়াধ, মক্কা , মদিনার মতো জায়গার মহিলাদের ,সেনাবিহিনীতে যোগ দেওয়ার জন্য় আবেদন করার সুয়োগ এতদিন পর্যন্ত ছিল না। কিন্তু এবার থেকে সেই রাস্তা খুলে গেল। সৌদি আরবের সেনাতে এবার সুযোগ পেতে চলেছেন মহিলারা।

[আরও পড়ুন: বিমানের 'এমারজেন্সি এক্সিট ' দিয়ে ফিল্মি কায়দায় পালালেন যাত্রী, কারণ শুনলে অবাক হবেন ]
তবে সূত্রের খবর, সেনা বাহিনীতে পুরুষদের মতো মহিলাদের যুদ্ধক্ষেত্রে পাঠাবার কথা এখনই ভাবছে না সৌদি প্রশাসন। তবে, ২৫ থেকে ৩৫ বছর বয়সী মহিলাদের সেনাতে নেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। এই মুহুর্তে ১২ জনের শূন্যস্থান রয়েছে। তবে আবেদনকারী মহিলাদের অবশ্যই সৌদীর নাগরিক হতে হবে, বলে আবেদন পত্রের জানানো হয়েছে। শুধু তাই নয়, যে মহিলাদের কর্মসূত্রে যেখানে বদলি করা হবে, সেখানে তাঁদের অভিভাবক তথা স্বামী বা বাবারাও থাকতে পারবন বলে জানানো হয়েছে।
সৌদি আরবের মতো দেশে মহিলাদের নিয়ে সংরক্ষণের যে ইতিহাস এতদিন ছিল, তা কিছুটা হলেও মুছতে চলেছে এই পদক্ষেপ। মহিলাদের সেদেশে আরও বেশি অগ্রগতি দিতেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। এছাড়াও জুন মাস থেকে সেখানে মহিলারা গাড়ি চালাতে পারবেন বলে ঘোষণা করেছেন সেদেশের সুলতান। ফুটবল ম্যাচ দেখারও অনুমতি মিলেছে সেদেশের মহিলাদের। ফলে সবমিলিয়ে সৌদির মহিলাদের আর্থ সামাজিক পরিস্থিততে বদল একটি বড় ঘটনা হতে চলেছে সেদেশের ইতিহাসে।