For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রসঙ্ঘে দুনম্বর এখন এই ভারতীয় কূটনীতিক, তাকেই সহকারি বাছলেন সেক্রেটারি জেনারেল গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে মনোনিত হলেন ভারতীয় কূটনীতিক তথা রাষ্ট্রসঙ্ঘের দীর্ঘদিনের আধিকারিক সত্য এস ত্রিপাঠি।

  • |
Google Oneindia Bengali News

রাষ্ট্রসঙ্ঘের দু'নম্বর পদে বসলেন বর্ষীয়ান ভারতীয় কূটনীতিক তথা রাষ্ট্রসঙ্ঘের দীর্ঘদিনের আধিকারিক সত্য এস ত্রিপাঠি। তাঁকেই অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল পদে বেছে নিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতেরেস। একইসঙ্গে তাঁকে নিউইয়র্কে রাষ্ট্রসঙ্গের এনভারার্নমেন্ট প্রোগ্রামের অফিসের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে।

রাষ্ট্রসঙ্ঘে দুনম্বর এখন এই ভারতীয় কূটনীতিক, তাকেই সহকারি বাছলেন সেক্রেটারি জেনারেল গুতেরেস

ত্রিপাঠির আগে এই পদে ছিলেন ত্রিনিদাদ টোবাগোর ইলিয়ট হ্যারিস। ত্রিপাঠি অবশ্য দীর্ঘদিন ধরেই রাষ্ট্রসঙ্ঘের বিভিন্ন দায়িত্ব সামলে আসছেন। ডেভেলপমেন্ট ইকোনমিস্ট ও আইনজীবী হিসেবে তিনি কর্মজীবন শুরু করেছিলেন। ১৯৯৮-তেই প্রথম রাষ্ট্রসঙ্ঘের সঙ্গে যুক্ত হন। তারপর থেকে ইউরোপ, এশিয়া, আফ্রিকায় সাস্টেইনেবল ডেভেলপমেন্ট, মানবাধিকার, গনতান্ত্রিক শাসন ও আইনি বিষয়ের দায়িত্ব সামলেছেন।

[আরও পড়ুন:বিজেপি 'হরিদাসে'র দল! মোদী-শাহদের 'ইমার্জেন্সির ঠাকুরদাদা' নিশানায় বিঁধলেন মমতা][আরও পড়ুন:বিজেপি 'হরিদাসে'র দল! মোদী-শাহদের 'ইমার্জেন্সির ঠাকুরদাদা' নিশানায় বিঁধলেন মমতা]

এর আগে তিনি ইন্দোনেশিয়ায় রাষ্ট্রসঙ্ঘের রিডিউসিং এমিশন ফ্রম ডিফরেস্টেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন ইন ডেভেলপিং কান্ট্রিস কোঅর্ডিনেশনের ডিরেক্টর পদে ছিলেন। ইউনাইটেড নেশনস-এর রিকভারি কোঅর্ডিনেটর হিসেবেও বিভিন্ন জায়গায় কাজ করেছেন। ২০১৭ সাল থেকে তিনি রাষ্ট্রসঙ্ঘের এনভায়ার্নমেন্ট প্রোগ্রামের ২০৩০ অ্যাজেন্ডা ইর সাস্টেইনেবল ডেভেলপমেন্টের সিনিয়র অ্যাডভাইসার হিসেবে কাজ করছিলেন।

[আরও পড়ুন:সিবিআই-এর সারদা 'চাপ'! সিপিএম-কে আক্রমণই অস্ত্র হিসেবে বাছলেন মমতা][আরও পড়ুন:সিবিআই-এর সারদা 'চাপ'! সিপিএম-কে আক্রমণই অস্ত্র হিসেবে বাছলেন মমতা]

[আরও পড়ুন: লবি নয়, কাজ চাই! নিজের জীবনদর্শনের কথা তুলে ছাত্র-যুবদের 'শিক্ষা'দান মমতার][আরও পড়ুন: লবি নয়, কাজ চাই! নিজের জীবনদর্শনের কথা তুলে ছাত্র-যুবদের 'শিক্ষা'দান মমতার]

English summary
Veteran Indian diplomat and the long-standing united nations' official Satya S. Tripathi has been nominated as the Assitant Secretary General of the United Nations.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X