For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সমুদ্র সেতু অভিযান : শ্রীলঙ্কা থেকে ৭০০ জনকে উদ্ধার করতে কলম্বোতে আইএনএস জলস্ব

Google Oneindia Bengali News

ভারতীয় নৌসেনার জাহাজ জলশ্ব আজ কলম্বো বন্দরে পৌঁছাল। আজই ভারতের উদ্দেশ্যে রওনা দেবে জলস্ব। ৭০০ ভারতীয়কে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। গন্তব্য তামিলনাড়ুর তুতিকোরিন। বন্দে ভারত পর এবার সমুদ্র সেতুর অধীনে জলস্ব ফেরাতে চলেছে ৭০০ ভারতীয়কে।

সংক্রমণকে এড়াতে বিশেষ পদক্ষেপ আইএনএস জলস্বর

সংক্রমণকে এড়াতে বিশেষ পদক্ষেপ আইএনএস জলস্বর

করোনা সংক্রমণকে এড়ানোর জন্য যথেষ্ট দূরত্ব বজায় রেখে চলা যেমন জরুরি। তেমন যাত্রীদের সহযোগিতায় জাহাজের নাবিক ও অন্যান্য কর্মীদের পিপিই কিট অত্যাবশ্যকীয়। কমান্ডার দুর্গাপাল এ বিষয়ে জানান, আমাদের প্রাথমিক লক্ষ্য যাত্রীদের সুস্থ ভাবে সুরক্ষার সঙ্গে গন্তব্যে পৌঁছে দেওয়া। নৌসেনার ঊর্ধ্বতনের নির্দেশে জীবাণুমুক্তকরণ করা হচ্ছে জাহাজের বিভিন্ন জায়গায়।

যাত্রীদের সুরক্ষার খাতিরে নিয়ম বিধি

যাত্রীদের সুরক্ষার খাতিরে নিয়ম বিধি

জানা গিয়েছে, বর্তমানে করোনা সংক্রমণের চিত্রটা বদলে গেছে। করোনা সংক্রমণ এড়াতে জাহাজের অভ্যন্তরে যাত্রীদের জন্য বিভিন্ন রকম সতর্কতা জারি করেছে সামাজিক দূরত্ব বিধি ও স্বাস্থ্য সুরক্ষা বিধি। যাত্রীদের সুরক্ষার খাতিরে মুখে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের নিয়ম বিধি অত্যাবশ্যকীয় বলে জানিয়েছে।

প্রায় ১৭০০ ভারতীয় ভারতে ফেরার আর্জি

প্রায় ১৭০০ ভারতীয় ভারতে ফেরার আর্জি

প্রায় ১৭০০ ভারতীয় ভারতে ফেরার আর্জি জানিয়েছিল। সেইমতো শুক্রবার শ্রীলঙ্কা থেকে প্রথমে ১৭৬ জনকে ভারতীয় উড়ানে দেশে ফেরানো হয়। পরবর্তী উড়ান রয়েছে জুনে।

শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশনের টুইট

শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশনের টুইট

শ্রীলঙ্কার ভারতীয় হাইকমিশন টুইট করে জানান, নতুন উজ্জ্বল সকালে জলস্ব 'ফিয়ারলেস পায়োনিয়ার' হয়ে উঠেছে আটকে পড়া ৭০০ ভারতীয়ের কাছে। এটি জলস্বের তৃতীয় যাত্রা, পূর্বে সমুদ্র সেতুতে মালদ্বীপে আটকে পড়া প্রায় ১৪০০ জনকে ফিরিয়ে এনেছিল।

<strong>চিনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত, কাশ্মীর থেকে সেনা যাচ্ছে লাদাখে</strong>চিনকে পাল্টা জবাব দিতে প্রস্তুত ভারত, কাশ্মীর থেকে সেনা যাচ্ছে লাদাখে

English summary
samudra setu, ins jalaswa reached colombo to bring back 700 stranded indians back from srilanka amid lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X