For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক চোখের দৃষ্টি হারিয়েছেন রুশদি! ছুরি নিয়ে হামলার পরে অকেজো একটি হাত

বৃদ্ধ বয়সে শারীরিকভাবে কার্যত অক্ষম হয়ে পড়েছে সলমন রুশদি। তবে এর পিছনে গত অগাস্টে নিউইয়র্কের হামলাও দায়ী। তাঁর এজেন্ট জানিয়েছেন, পশ্চিম নিউইয়র্কের সাহিত্যের অনুষ্ঠানে হামলার পরে রুশদি একটি চোখে দৃষ্টি শক্তি হারিয়ে

  • |
Google Oneindia Bengali News

বৃদ্ধ বয়সে শারীরিকভাবে কার্যত অক্ষম হয়ে পড়েছে সলমন রুশদি। তবে এর পিছনে গত অগাস্টে নিউইয়র্কের হামলাও দায়ী। তাঁর এজেন্ট জানিয়েছেন, পশ্চিম নিউইয়র্কের সাহিত্যের অনুষ্ঠানে হামলার পরে রুশদি একটি চোখে দৃষ্টি শক্তি হারিয়েছেন। অন্যদিকে তাঁর একটি হাত অকেজো হয়ে পড়েছে।

এক চোখের দৃষ্টি হারিয়েছেন রুশদি! ছুরি নিয়ে হামলার পরে অকেজো একটি হাত

সাউল বেরো এবং রবার্তো বোলানোর মতো সাহিত্যিকদের প্রতিনিধিত্বকারী অ্যান্ড্রু ওয়াইলি এক সাক্ষাৎকারে রুশদির ওপরে হামলায় আঘাত নিয়ে তথ্য দিয়েছেন। তিনি রুশদির শরীরের ক্ষতকে বিপজ্জনক বলে বর্ণনা করেছেন। রুশদি একটি চোখে যে দৃষ্টিশক্তি হারিয়েছেন, সেকথা উল্লেখ করেছেন ওয়াইলি। তিনি আরও জানিয়েছেন রুশদির ঘাড়ে তিনটি গুরুতর ক্ষত ছিল। অগাস্টে ছুরি নিয়ে হামলায় তাঁর স্নায়ুও ক্ষতিগ্রস্ত হওয়ায় হাত অকেজো হয়ে পড়েছে। তাঁর বুকে এবং শরীরের নানা জায়গায় ১৫ টি ক্ষত রয়েছে।

গত অগাস্টে ২৪ বছর বয়সী নিউ জার্সির এক ব্যক্তি দ্য স্ট্যাটানিক ভার্সেসের লেখ ৭৫ বছর বয়সী রুশদির ওপরে হামলা চালায়। লেক ইরি থেকে প্রায় ১৯ কিমি দূরে একটি অনুষ্ঠানে ভাষণ দেওয়ার আগে রুশদির ওপরে হামলা হয়েছিল। তারপর থেকে ২ মাসেরও বেশি সময় ধরে তিনি হাসপাতালে রয়েছেন। হামলায় চোখ ও স্নায়ুর ক্ষতি ছাড়াও, তার লিভারেও আঘাত লেগেছিল। হামলাকারীকে নিউইয়র্কের একটি কারাগারে রাখা হয়েছে।

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা খেমেইনি দ্য স্যাটানিক ভার্সেস প্রকাশিত হওয়ার পরে, রুশদিকে হত্যা করতে একটি ফতোয়া জারি করার প্রায় ৩৩ বছর পরে রুশদির ওপরে এই হামলার ঘটনা। মুসলিম সমাজের একাংশের অভিযোগ ছিল, উপন্যাসের অনুচ্ছেদে নবী মহম্মদ সম্পর্কে নিন্দাসূচক মন্তব্য করেছিলেন।

ভরতের কাশ্মীরি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করা রুশদি প্রায় নয় বছর ব্রিটিশ পুলিশের সুরক্ষা লুকিয়ে ছিলেন। ১৯৯০-এর দশরে শেষের দিতে ইরানের প্রেসিডেন্ট মহম্মদ খাতামির সংস্কারপন্থী সরকার ফতোয়া থেকে নিজেদেরকে দূরে সরিয়ে নিলেও তা তুলে নেওয়া হয়নি। যার জেরে যত সময় গিয়েছে, ততই য়রুশদির মাথার ওপরে থাকা পুরস্কারের মূল্য বেড়েছে।

খেমেইনির উত্তরসূরি তথা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলি খেমেইনি রুশদির বিরুদ্ধে ফতোয়া অপরিবর্তনীয় বলার পরে তাঁকে টুইটার সাসপেন্ড করে।

কামব্যাকের হার্দিক দুরন্ত, আইপিএল থেকে বিশ্বকাপ ব্যাটে বলে মাঠ কাঁপাচ্ছেন পান্ডিয়াকামব্যাকের হার্দিক দুরন্ত, আইপিএল থেকে বিশ্বকাপ ব্যাটে বলে মাঠ কাঁপাচ্ছেন পান্ডিয়া

English summary
Salman Rushdie lost sight in one eye and able to use only one hand after knife attack
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X