For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখে চরম উত্তেজনার মাঝেই মস্কোতে হাই ভোল্টেজ বৈঠক! জয়শঙ্কর-ওয়াং আলোচনায় ফিরবে শান্তি?

Google Oneindia Bengali News

বৃহস্পতিবার ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং চিনা বিদেশমন্ত্রী ওয়াং ই অন্তত তিনবার মুখোমুখি হতে চলেছেন মস্কোতে। লাদাখ সীমান্তের আশান্ত পরিস্থিতির উপর এই বৈঠকগুলির ফোকাস থাকবে বলে মনে করা হচ্ছে। লাদাখে চলমান উত্তেজনা কমানোর বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে এই সময়।

তিনবার মুখোমুখি হবেন জয়শঙ্কর-ওয়াং

তিনবার মুখোমুখি হবেন জয়শঙ্কর-ওয়াং

জানা গিয়েছে এস জশঙ্কর এবং ওয়াং প্রথমে সাংহাই কো-অপারেশনভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে মুখোমুখি হবেন। এরপর দুই দেশের বিদেশমন্ত্রী রাশিয়ার বিদেশমন্ত্রীর সঙ্গে একটি লাঞ্চেয়নে মুখোমুখি হবেন। এবং শেষ পর্যন্ত অতি প্রতিক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকে মুখোমুখি হবেন তাঁরা। এর আগে লাদাখ সমস্যা নিরশনের লক্ষ্যে ১৭ জুন দুই দেশের বিদেশমন্ত্রী ফোনে কথা বলেছিলেন। তবে তারপরও শান্তি আলোচনার মাঝেই ফের উত্তপ্ত হয় লাদাখ সীমান্ত।

কিরগিজস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জয়শঙ্কর

কিরগিজস্তানের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জয়শঙ্কর

এর আগে, জয়শঙ্কর কিরগিজস্তানের বিদেশমন্ত্রী চিংগিজ আইবেরকভের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেছেন মস্কোতে। জয়শঙ্কর টুইটারে লেখেন, 'চিংগিজ আইবেরকভের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে। ভারতীয় নাগরিকদের প্রত্যাবর্তনের সহায়তার জন্য তাঁকে ধন্যবাদ জানান। দ্বিপক্ষীয় এবং আঞ্চলিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেছেন।'

আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময়

আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময়

মস্কোতে বিদেশমন্ত্রীদের কাউন্সিলের বৈঠকে আসন্ন সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করা হবে৷ আর আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে মত বিনিময় করা হবে। এটি বিদেশমন্ত্রীদের কাউন্সিলের তৃতীয় বৈঠক যেখানে এসসিও-র সদস্য হিসাবে ভারত অংশ নেবে। এর আগে ২০১৮ সালের ২৩-২৪ এপ্রিল নাগাদ বেজিং-এ এবং ২০১৯ সালের ২১-২২ মে নাগাদ বিশকেক-এ বৈঠক হয়৷

এসসিও-র কার্যক্রমকে আরও বিকশিত করার লক্ষ্যে সিদ্ধান্ত

এসসিও-র কার্যক্রমকে আরও বিকশিত করার লক্ষ্যে সিদ্ধান্ত

এসসিও-র বৈঠকে বিদেশমন্ত্রীরা ইউনাইটেড নেশনের ৭৫ তম বার্ষিকী উপলক্ষে মূলত আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করবেন। রাশিয়ার বিদেশমন্ত্রকের একটি প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আলোচিত বিদেশনীতি সম্পর্কিত বিভিন্ন বিষয় এবং কোরোনা মহামারীর প্রভাবে পরিবর্তিত বিশ্বের রাজনৈতিক ও আর্থ-সামাজিক পরিণতি কাটিয়ে উঠতে এসসিও-র কার্যক্রমকে আরও বিকশিত করার লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়া হবে।

রাজনাথের সঙ্গে বৈঠকে বসেন চিনা প্রতিরক্ষামন্ত্রী

রাজনাথের সঙ্গে বৈঠকে বসেন চিনা প্রতিরক্ষামন্ত্রী

জয়শঙ্কর মস্কো সফরের আগে গত সপ্তাহে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং মস্কোয় যান এবং এসসিও-র বৈঠকে যোগ দেন৷ পাশাপাশি, প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়া ও চিন-সহ সদস্য দেশগুলির সঙ্গে একাধিক দ্বিপক্ষীয় বৈঠকও করেছেন। যদিও রাজনাথ সিং চিনা প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে এক ঘণ্টারও বেশি সময় ধরে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন৷

<strong>১৯৬৭-র পর প্রথমবার, কী কারণে লাদাখে গুলি চালাতে বাধ্য হল ভারতীয় সেনা?</strong>১৯৬৭-র পর প্রথমবার, কী কারণে লাদাখে গুলি চালাতে বাধ্য হল ভারতীয় সেনা?

English summary
S Jaishankar and Chinese foreign Minister to meet in Moscow amid ongoing border tension in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X