For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাফল্যের পথে রাশিয়ার দ্বিতীয় করোনা টিকা ‘এপিভ্যাককরোনা’! প্রাথমিক ট্রায়ালে নেই পার্শ্বপ্রতিক্রিয়া

সাফল্যের পথে রাশিয়ার দ্বিতীয় করোনা টিকা ‘এপিভ্যাককরোনা’! প্রাথমিক ট্রায়ালে নেই পার্শ্বপ্রতিক্রিয়া

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই বিশ্বের প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কার করে গোটা বিশ্বকে চমকে দিয়েছে রাশিয়া। যদিও হিউম্যান ট্রায়ালের সমস্ত ধাপ অতিক্রি না করায় এই ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন গবেষকদের একটা বড় অংশ। এমতাবস্থায় কয়েকদিন আগেই করোনার দ্বিতীয় টিকা এপিভ্যাককরোনা আবিষ্কারের কথা জানায় রাশিয়া।

এপিভ্যাককরোনা সাফল্যের কথা শোনাচ্ছেন রিনাত ম্যাকসিয়াতভ

এপিভ্যাককরোনা সাফল্যের কথা শোনাচ্ছেন রিনাত ম্যাকসিয়াতভ

বর্তমানে এই টিকারই অভূতপূর্ব সাফল্যের কথা শোনেতে দেখা গেল প্রস্তুতকারক সংস্থা ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি। এই কেন্দ্রের পরিচালক রিনাত ম্যাকসিয়াতভ সম্প্রতি সংবাদ মাধ্যমে দেওয়া একটি বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ভ্যাকসিনের প্রিক্লিনিক্যাল ট্রায়ালে সাফল্যের কথা জানান।

ভ্যাকসিন প্রয়োগের পর সুস্থ আছেন স্বেচ্ছাসেবকেরা

ভ্যাকসিন প্রয়োগের পর সুস্থ আছেন স্বেচ্ছাসেবকেরা

যে সমস্ত স্বেচ্ছাসেবকদের শরীরে এই ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছিল তারা পুরোপুরি সুস্থ আছেন বলে জানা যাচ্ছে। পাশাপাশি প্রাথমিক পর্যবেক্ষণের পর তাদের ২১ দিন বাদে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়াও হয়। তাদের প্রত্যেককেই এই ভ্যাকসিনেরও দুটি ডোজ দেওয়া হয় বলে জানা গিয়েছে। প্রথম ডোজ দেওয়ার ১৪ থেকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় ডোজটি দেওয়া হয়।

অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা

অক্টোবরের মধ্যেই শেষ হতে পারে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা

সূত্রের খবর, অক্টোবরের মধ্যেই সমস্ত পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে নভেম্বর থেকেই এই ভ্যাকসিনের উৎপাদন শুরু করা যাবে বলে বর্তমানে যথেষ্ট আশাবাদী রাশিয়ার সরকার। প্রসঙ্গত, ভেক্টর স্টেট রিসার্চ সেন্টার অফ ভাইরোলজি অ্যান্ড বায়োটেকনোলজি বর্তমানে ১৩ প্রকার করোনা ভ্যাকসিন নিয়ে পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে বলেও জানা যাচ্ছে।

স্পুটনিক-ভি-র থেকে কতটা এগিয়ে এপিভ্যাককরোনা ?

স্পুটনিক-ভি-র থেকে কতটা এগিয়ে এপিভ্যাককরোনা ?

এদিকে রাশিয়ার তৈরি প্রথম ভ্যাকসিন স্পুটনিক-ভি-তে সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া লক্ষ্য করা গেলেও, এই দ্বিতীয় ভ্যাকসিন এপিভ্যাককরোনাতে কোন পার্শ্বপ্রতিক্রিয়া থাকছে না বলেই জানাচ্ছেন গবেষকেরা। বর্তমানে ৫৭ জন স্বেচ্ছাসেবীর উপর এপিভ্যাককরোনা ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে বলে খবর।

চিনকে চাপে ফেলতে সুকৌশলী পদক্ষেপ ভারতের! লাদাখকে ঘিরে ফেলা হচ্ছে হাইওয়ে নেটওয়ার্কেচিনকে চাপে ফেলতে সুকৌশলী পদক্ষেপ ভারতের! লাদাখকে ঘিরে ফেলা হচ্ছে হাইওয়ে নেটওয়ার্কে

English summary
russias second corona vaccine epivackarona on the way to success there are no side effects in the preclinical trial
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X