মেয়ের বয়সী প্রেমিকাকে টুকরো করে খুন নামী অধ্যাপকের! তীব্র চাঞ্চল্য
ঘনিষ্ঠরা বলছেন, কখনও তাঁকে দেখা গিয়েছে খোদ নেপোলিয়ানের বেশে, কখনও তিনি নিজের খেয়ালেই পার হয়ে গিয়েছেন রাস্তা। কখনওবা নেপোলিয়ান সেজে ঘোড়ার চড়ে পড়ুয়াদের সামনে এসেছেন। এমনই এক মানুষ ৬৩ বছরের বিখ্যাত ইতিহাসবিদ ওলেগ সোকোলভ।

রাশিয়ার এই অধ্যাপক তথা ইতিহাসবিদ ওলেগ সোকোলভের বিরুদ্ধে অভিযোগ, তিনি তাঁর প্রেমিকাকে খুন করেছেন। খ্যাতনামা এই ইতিহাসবিদ কেবলমাত্র খুনই করেননি। ২৪ বছর বয়সী প্রেমিকা অনাস্তাশিয়ার দেহ টুকরো টুকরে করে কেটে তা জলে ভাসিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ ওলেগের বিরুদ্ধে। রাশিয়ার মইকা নদীতে নিজের প্রেমিকার দেহ এভাবে কেটে ভাসিয়ে দেন ওলেগ।
প্রসঙ্গত, প্রেমিকার হাতের কাটা অংশ তিনি নদীতে ফেলতে গিয়ে ধরা পড়ে যান বলে সংবাদমাধ্যমের একাংশের দাবি। যদিও পুলিশের কাছে ওলেগ জানান, এই খুনের জন্য তিনি দুঃখিত। তিনি চেয়েছিলেন আনাস্তাশিয়াকে বিয়ে করতে। তবে ওলেগের সন্তানদের নিয়ে সমস্যা তৈরি হওয়াতেই দুজনের মধ্যে বিরোধ বাঁধে। আর তাতেই আনাস্তাশিয়ার খুন হয়।