For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২২০ জন যাত্রী নিয়ে এবার মাঝ আকাশ থেকে ভেঙে পড়ল রাশিয়ান বিমান

  • |
Google Oneindia Bengali News

কায়রো, ৩১ অক্টোবর : এমএইচ৩৭০-র স্মৃতি উসকে মাঝ আকাশ থেকে উধাও হয়েছিল আর একটি যাত্রীবাহী বিমান। তবে যাত্রার কিছুক্ষণের মধ্যেই ছন্দপতন।

জানা গিয়েছে, রাশিয়ার একটি বিমান সংস্থার বিমান ২২০ জন যাত্রী নিয়ে মিশর থেকে রাশিয়া যাচ্ছিল। জানা গিয়েছে, মধ্য সিনাইতে বিমানটি ভেঙে পড়তে পারে। মিশর সরকারের তরফে জোরকদমে শুরু হয়েছে উদ্ধারকার্য।

২২০ জন যাত্রী নিয়ে এবার মাঝ আকাশ থেকে নিঁখোজ রাশিয়ান বিমান

কোলাভিয়া ফ্লাইট '7k9268' নামের এয়ারবাস 320টি শরম এল-শেখ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাওয়ার ২৩ মিনিটের মধ্যেই রাডারে আর কোনও সঙ্কেত পাওয়া যাচ্ছিল না। পরে তা ভেঙে পড়ার খবর সামনে আসে।

ইতিমধ্যেই মিশরের প্রধানমন্ত্রী শেরিফ ইসমাইল জানিয়েছিলেন, সিনাইয়ের কাছে বিমানটি নিখোঁজ হয়েছে এবং এই পরিস্থিতি মোকাবিলায় গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। পরে তিনিই বিমানের ভেঙে পড়ার খবর দিয়েছেন।

মিশর ছাড়ার পরে তুরস্কের সাইপ্রাস লারনাকাতে যোগাযোগ করার কথা ছিল বিমানটির যা করেনি ওই এয়ারবাস 320টি। পরে তা মধ্যে সিনাইতে ভেঙে পড়েছে।

English summary
Russian passenger aircraft with 220 onboard goes off radar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X