For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের ব্রিটেনে রুশ নার্ভ এজেন্ট নোভিচোকের হামলা! গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি এক দম্পতি

ব্রিটেনে মারাত্মক রুশ নার্ভ এজেন্ট নোভিচোকের শিকার হলেন আরো দুইজন।

Google Oneindia Bengali News

আবার ব্রিটিশ-ভূমিতে রুশ নার্ভ এজেন্ট নোভিচোকের হামলা! এবার এর শিকার হলেন স্যালিসবেরির এক ব্রিটিশ দম্পতি। তাঁরা কোনওভাবে এই মারাত্মক নার্ভ এজেন্টের সংস্পর্ষে এসেছিলেন বলে প্রমাণ মিলেছে। গুরুতর অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি।

ফের ব্রিটেনে রুশ নার্ভ এজেন্ট নোভিচোকের হামলা!

গত শনিবার বাড়িতে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল ৪৪ বছরের ডন স্টুর্গেস ও ৪৫ বছরের চার্লি রাউলি-কে। তারপর থেকেই হাসপাতালে যমে মানুষে টানাটানি চলছে। স্কটল্যান্ড ইয়ার্ড আশঙ্কা করেছিল নোভিচোকের সংস্পর্ষে এসেই তাঁদের এই অবস্থা হয়েছে। এজন্য তারা পরীক্ষা নিরীক্ষা চালায়। বুধবার স্কটল্যান্ড ইয়ার্ডের সন্ত্রাস-বিরোধা শাখার প্রধান জানিয়েছেন তাঁদের আশঙ্কাই সত্যি বলে প্রমাণিত হয়েছে।

এরপরই স্যালিসবেরি কাউন্টিতে আতঙ্ক ছড়িয়েছে। কারণ কিভাবে ও কোথায় ওই দম্পতি আক্রান্ত হয়েছেন তা এখনও জানা যায়নি। স্কটল্যান্ড ইয়ার্ডের পক্ষ থেকে সেখানকার একটি পাবলিক পার্ক ঘিরে দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এই পার্কেই ওই এজেন্ট রাখা ছিল।

এর আগে রুশ ডাবল এজেন্ট সের্গেই স্ক্রিপাল ও তার কন্যা ইউলিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল এই মারাত্মক নার্ভ এজেন্ট দিয়ে। স্কটল্যান্ড অয়ার্ড মনে করেছে এবারের ঘটনা নতুন কোনও আক্রমণ নয়, স্ক্রিপালদের হত্যার জন্য যে নার্ভ এজেন্ট রাখা ছিল, তারই কিছু অংশ বিশেষ হয়তো থেকে গিয়েছিল ওই এলাকায়।

স্ক্রিপালদের হত্যার চেষ্টার ঘটনাতেই প্রথম রাশিয়ার বাইরে নোভিচোক ব্যবহারের প্রমাণ মিলেছিল। তা নিয়ে তীব্র প্রতিবাদ জানায় ব্রিটেন। তবে রাশিয়া বরাবর এই অভিযোগ অস্বীকার করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে সরাসরি রাশিয়ার দিকে আঙুল তুলতে না চাইলেও সেষ অবধি ব্রিটেনের অভিযোগেই সায় দিয়েছেন।

১২ জুলাই শুরু হতে চলেছে ন্যাটোর শীর্ষ সম্মেলন। এমনিতেই ৬৯ তম সম্মেলন বিভিন্ন বিতর্কিত বিষয়ের জন্য ইতিহাসের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ন্যাটো সম্মেলন হবে বলে মনে করা হচ্ছে। তার উপর সম্মেলনের ঠিক আগে আবার একবার রুশ নার্ভ এজেন্টের সন্ধান মেলায় এনিয়ে সভা উত্যপ্ত হবে।

English summary
Two more people have been struck down in Britain by the deadly Russian nerve agent Novichok.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X