For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের পাশে রুশ সাংবাদিক, নিলামে তুললেন নোবেল পুরস্কার

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের পাশে রুশ সাংবাদিক, নিলামে তুললেন নোবেল পুরস্কার

Google Oneindia Bengali News

রাশিয়ার একমাত্র স্বাধীন সংবাদপত্র নোভায়া গাজেতার সম্পাদক দিমিত্রি মুরাটভ নিজের নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক নিলামে তুললেন। রুশ আগ্রাসনে অসহায় ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিলামে নোবেল পুরস্কারের এই স্বর্ণপদকটি ১০৩.৫ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। নিউ ইয়র্কের নিলামে কে এই নোবেল পুরস্কারটি কিনেছেন তা জানা যায়নি।

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের পাশে রুশ সাংবাদিক, নিলামে তুললেন নোবেল পুরস্কার

২০২১ সালে ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসারের সঙ্গে দিমিত্রি মুরাটভ নোবেল পুরস্কার পান। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য নোবেল কমিটি তাঁদের এই সম্মান জানান। রুশ সরকারের তুমুল চোখ রাঙানির পরেও মুরাটভ স্বাধীন ও স্বতন্ত্রভাবে নিজের সংবাদপত্র প্রকাশ করে চলেছেন। রাশিয়ার একটি মাত্র সংবাদপত্র নোভায়া গেজেতার যা ক্রমাগত রুশ সরকারের সমালোচনা করে।

রুশ সরকারের সমালোচনার জেরে ২০০০ সাল থেকে নোভায়া গেজেতার ছয় সাংবাদিককে খুন হতে হয়েছে। নোবেল পুরস্কার মুরাটভ সেই ছয় সাংবাদিককে উৎসর্গ করেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাধিক সিদ্ধান্তের সমালোচনা করে এই সংবাদমাধ্যমটি। ইউক্রেনে রুশ আগ্রাসনের তুমুল সমালোচনা করে মুরাটভ ও তাঁর পত্রিকা নোভায়া গাজেতার রাশিয়ার সরকারের বিষ নজরে পড়েছে।

১৯৯৩ সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নোভায়া গেজেতার প্রতিষ্ঠা হয়। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। অন্যান্য রুশ সংবাদমাধ্যমগুলো এই খবর করার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতির অপেক্ষায় থাকত। ঠিক সেই সময় মুরাটভের নোভায়া গেজেতা পত্রিকা স্বাধীনভাবে রুশ আগ্রাসনের বিরোধিতা করে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে।

এই প্রতিবেদন এতটাই শক্তিশালী ছিল যে রাশিয়া মার্চ মাসে সাময়িকভাবে ইউক্রেন অভিযান বন্ধ করতে বাধ্য হয়। মুরাটভ রুশ আগ্রাসনের খবর সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনের সাধারণ মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেন। সেখান থেকেই তিনি নোবেল প্রাইজ বিক্রি করার সিদ্ধান্ত নেন। ইউক্রেন অভিযানে ক্রমাগত সমালোচনার জন্য তাঁর ওপর হামলা হয় বলে অভিযোগ। এপ্রিল মাসে একটি ট্রেনে তাঁর চোখে অ্যাসিটোন মিশ্রিত লাল রঙ ছুঁড়ে মারা হয়। এর জেরে তাঁর চোখ জ্বলে যায়।

শান্তি ও মানবতার জন্য যোগ দিবসে সামিল কেন্দ্রীয় মন্ত্রী থেকে সীমান্তরক্ষীরা শান্তি ও মানবতার জন্য যোগ দিবসে সামিল কেন্দ্রীয় মন্ত্রী থেকে সীমান্তরক্ষীরা

নোবেল প্রাইজ নিলামে তোলার বিষয়ে এক বিবৃতিতে মুরাটভ বলেন, 'বিশ্বের মানুষ বুঝতে পারছে একটি যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে যুদ্ধ আক্রান্ত দেশের মানুষ বাড়ি ঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। আমাদের তাঁদের সাহায্য করা দরকার। তাঁদের পাশে দাঁড়ানো দরকার।' তিনি জানান, এই নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তা ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের জন্য ব্যবহার করা হবে। রাষ্ট্রসংঘের ইউনিসেফের মাধ্যমে ইউক্রেনের অসহায় শিশুদের সাহায্য করা হবে বলে তিনি মন্তব্য করেন।

English summary
Russian journalist sells his Nobel Prize to help Ukrainian children
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X