For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শূন্য রাশিয়ার অস্ত্র ভান্ডার? উত্তর কোরিয়া থেকে রকেট, artillery shells কিনছেন পুতিন

শূন্য রাশিয়ার অস্ত্র ভান্ডার? উত্তর কোরিয়া থেকে রকেট, artillery shells কিনছেন পুতিন

  • |
Google Oneindia Bengali News

ছয় মাসেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধের কারণে শূন্য হয়ে এসেছে রাশিয়ার অস্ত্র ভান্ডার! এমনটাই দাবি মার্কিন গোয়েন্দাদের। এই অবস্থায় উত্তর কোরিয়া থেকে অত্যাধুনিক এবং বিধ্বংসী অস্ত্র কিনতে চলেছে পুতিনের দেশ। মার্কিন গোয়েন্দারা আরও জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে ইউক্রেনে চলা লড়াইয়ের মধ্যে রাশিয়ান প্রতিরক্ষামন্ত্রক উত্তর কোরিয়া থেকে কয়েক মিলিয়ন খরচ করে রকেট এবং আর্টিলারি শেল কিনতে চলেছে।

উত্তর কোরিয়া থেকে বোমা বারুদ কিনবে রাশিয়া

উত্তর কোরিয়া থেকে বোমা বারুদ কিনবে রাশিয়া

নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন গোয়েন্দাকে কোট করে সংবাদমাধ্যমের দাবি, গোটা বিশ্বে কার্যত কোনঠাসা রাশিয়া। একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এমনকি রপ্তানিতেও নিষেধাজ্ঞা জারি রয়েছে। এই অবস্থায় অস্ত্র কিনতে উত্তর কোরিয়ার দিকে ঝুঁকছে রাশিয়া। মার্কিন গোয়েন্দারা মনে করছে আরও সমরাস্ত্র কিনতে ভবিষ্যৎে রাশিয়া উত্তর কোরিয়ার সঙ্গে কোনও সমঝোতা করতে পারেন। মার্কিন আধিকারিকরা বিষয়টি সেই সময় খেয়াল করেন যখন আগস্টে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে ব্যবহারের জন্য রাশিয়ান সামরিক বাহিনীকে ইরানের তৈরি ড্রোন সরবরাহ করা হয়।

শেষ হয়ে এসেছে অস্ত্র ভান্ডার?

শেষ হয়ে এসেছে অস্ত্র ভান্ডার?

গত সপ্তাহে হোয়াইট হাউসের তরফে বলা হয়েছিল, অগস্টে তেহরানের তরফে যে ড্রোন দেওয়া হয়েছিল তা নিয়ে নানা রকম প্রযুক্তিগত সমস্যায় পড়তে হয়েছে রাশিয়াকে। রাশিয়া গত মাসে ইরানের তৈরি মোহাজের-৬ এবং শহীদ সিরিজের মানবহীন ড্রোন অস্ত্র কেনে। এরপরেই বাইডেন প্রশাসন মনে করে ইউক্রেনে হামলার জন্যে রাশিয়া ইরান থেকে এমন আরও ড্রোন কিনতে পারে। বলে রাখা প্রয়োজন, গত মাসে উত্তর কোরিয়া জানায়, রাশিয়ার সঙ্গে সম্পর্ক মজবুত করার আবেদন করা হয়েছে। যেখানে সামরিক সম্পর্ক স্থাপনের কথাও বলা হয়েছে। যদিও রাশিয়া অতীতে বহুবার উত্তর কোরিয়াকে সমর্থন করেছে। বলে রাখা প্রয়োজন, ইউক্রেন যুদ্ধের জন্যে বহুবার আমেরিকাকে দায়ী করেছে উত্তর কোরিয়া। এমনকি এজন্যে আমেরিকার প্রতি নিন্দা প্রকাশ পর্যন্ত করেন সে দেশের রাষ্ট্রপ্রধান কিম।

সম্পর্ক আরও মজবুত করবে রাশিয়া

সম্পর্ক আরও মজবুত করবে রাশিয়া

গত মাসে উত্তর কোরিয়ার বার্তা সংস্থা কেসিএনএ-র একটি প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সম্পর্ক মজবুত করতে চেয়ে চিঠি দেওয়া হয়। এমনকি পুতিন এই বিষয়ে চিঠি লিখেছিলেন কিম জং উনকে। যেখানে বলা হয়েছিল, যদি উত্তর কোরিয়া এবং রাশিয়ার মধ্যে সম্পর্ক মজবুত হয় তাহলে দুই দেশই উপকৃত হবে। কোরীয় উপদ্বীপ এবং উত্তর-পূর্ব এশীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতাকে শক্তিশালী করতে সাহায্য করবে বলেও উল্লেখ করা হয়। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, কিম জং উনও পুতিনকে একটি চিঠি লিখেছিলেন। দুই দেশের মধ্যে "কৌশলগত ও কৌশলগত সহযোগিতা, সমর্থন এবং সংহতি" একটি নতুন স্তরে পৌঁছবে বলেও উল্লেখ করা হয়। আর এরপরেই উত্ত্র কোরিয়া থেকে বিধ্বংসী রকেট, artillery shells, তোপ সহ আরও সমরাস্ত্র কেনার সিদ্ধান্ত রাশিয়া নিয়েছে বলেই মনে ঙ্করা হচ্ছে।

English summary
Russia will buy artillery shells, rockets from North Korea
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X