For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অযথা ইরানকে খোঁচানো কেন? আমেরিকাকে হুঁশিয়ারি দিল রাশিয়া

আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্রমাবনতি শিরোনামে।

  • |
Google Oneindia Bengali News

আন্তর্জাতিক রাজনীতিতে বর্তমানে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্রমাবনতি শিরোনামে। তেহরানের সঙ্গে বহুজাতিক পরমাণু চুক্তি থেকে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নাম প্রত্যাহার করে নেওয়ার পরে বিশ্বব্যাপী তেলের বাণিজ্যে ইরানকে কোনঠাসা করার সবরকম প্রচেষ্টা করে চলেছে ওয়াশিংটন। আর ইরানের উপরে যত চাপ বেড়েছে, পাল্টা অবস্থান নিয়েছে ইরানও। বিশ্বজুড়ে মার্কিনিদের বিরুদ্ধে মতামত তৈরী করতে কূটনৈতিক কর্মকাণ্ড শুরু করেছে তারাও। এর মাঝে ওমান খাঁড়িতে দু'টি জ্বালানি ভর্তি জাহাজের উপরে আক্রমণ হওয়ার ঘটনাতেও পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। সম্প্রতি ইরান কিরঘিজস্তানের রাজধানী বিশকেক-এ সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন-এর শীর্ষ বৈঠকেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জনমত তৈরী করার চেষ্টা করে যাতে আন্তর্জাতিক মহলে তাদের পক্ষে সমর্থন জোরালো হয়। সেখানে চিন ইরানকে সমর্থনের প্রতিশ্রুতিও দেয়।

অযথা ইরানকে খোঁচানো কেন? আমেরিকাকে হুঁশিয়ারি দিল রাশিয়া

পশ্চিম এশিয়াতে আমেরিকার আরও সেনা পাঠানোর সিদ্ধান্তে অখুশি রাশিয়া

আর এবারে ইরানের পক্ষে মুখ খুলল রাশিয়া, তাদের আরেক বন্ধু রাষ্ট্র। মঙ্গলবার, ১৮ জুন, রুশ উপ বিদেশমন্ত্রী সের্গেই রায়াবকভ মার্কিন যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেন যে পশ্চিম এশিয়া অঞ্চলে আরও বেশি সংখ্যক সেনা নামানোর পরিকল্পনা নিয়ে ওয়াশিংটন যেন তেহরানকে অযথা না খোঁচায়। ইরানের বিরুদ্ধে মার্কিন কর্তারা যদি যুদ্ধে যাওয়ার প্রস্তুতি নিয়ে থাকে, রাশিয়া তা থেকে তাঁদের বিরত থাকার আর্জি জানিয়েছে।

যুদ্ধের প্ররোচনার ইঙ্গিতই পাওয়া যাচ্ছে আমেরিকার ব্যবহারে

রয়টার্স-এর খবর অনুযায়ী, রায়াবকভ সংবাদমাধ্যমকে বলেন যে মস্কোর তরফ থেকে ওয়াশিংটন এবং তার পশ্চিম এশিয়ার জোটসঙ্গীদের বারবার এই বিষয়ে সাবধান করা হয়েছে; বলা হয়েছে ওই অঞ্চলে উত্তেজনার পারদ যাতে না বাড়ে, সেদিকে খেয়াল রাখতে।

"মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে সমস্ত পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে, রাজনৈতিক, মনস্তাত্বিক, অর্থনৈতিক এবং সামরিক, তাতে যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের ডাকের প্রচ্ছন্ন ইঙ্গিত রয়েছে, তা পরিষ্কার, রুশ উপ-বিদেশমন্ত্রী বলেন।

গত সোমবার, ১৭ জুন, পেন্টাগনের তরফ থেকে ঘোষণা করা হয় যে মার্কিন যুক্তরাষ্ট্র অতিরিক্ত ১০০ সেনা সহ সামরিক সরঞ্জাম পাঠাবে পশ্চিম এশিয়াতে।

মঙ্গলবার ইরানের রাষ্ট্রপতি হাসান রুহানি বলেন যে তেহরান কারও সঙ্গে যুদ্ধ করতে রাজি নয়। রাশিয়ার তরফ থেকেও দু'পক্ষকেই শান্তির বার্তা দেওয়া হয়।

English summary
Russia warns US against provoking Iran
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X