For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: শান্তি আলোচনা বাতিলের হুমকি দিলেন ভলোদিমির জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন তিনি শান্তি আলোচনা বাতিল করে দেবেন যদি মারিউপোলের লড়াইরত শেষ যোদ্ধাদের কাউকে হত্যা করা হয়। ওদিকে কিয়েভ সফরে যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী।

  • By Bbc Bengali

ভলোদিমির জেলেনস্কি
Getty Images
ভলোদিমির জেলেনস্কি

মারিউপোল শহরের আযভস্টাল নামের যে বিশাল ইস্পাত কারখানাটি ইউক্রেনীয় সৈন্যদের প্রতিরোধের শেষ কেন্দ্র-সেখানে রাশিয়ানরা কোন সৈন্যকে হত্যা করলে শান্তি আলোচনা বাতিল করে দেয়ার হুমকি দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মিস্টার জেলেনস্কি বলেছেন খেরসন শহরে স্বাধীনতার জন্য কোন গণভোটের আয়োজন করা হলেও তিনি একই পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ শান্তি আলোচনা থেকে সরে যাবেন।

কিয়েভ মেট্রোতে প্রায় তিন ঘণ্টার দীর্ঘ এক সংবাদ সম্মেলনে তিনি আরও জানান যে শান্তি আলোচনার স্বার্থে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে সাক্ষাত করতে আগ্রহী।

এছাড়া ওডেসায় আবাসিক ভবনে রাশিয়ার হামলার বিষয়েও কথা বলেন তিনি। ওই হামলায় তিন মাসের একটি শিশুসহ আট জন নিহত হয়েছে বলে জানা গেছে।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

যুদ্ধে জড়ানোর জের কতটা সামলাতে পারবেন ভ্লাদিমির পুতিন

যুদ্ধ শুরুর পর কীভাবে বদলে গেছে রাশিয়া

আযভস্টালে ঢোকার চেষ্টায় রুশ বাহিনী, ওডেসায় ক্ষেপণাস্ত্র হামলা

আযভস্টাল ইস্পাত কারখানার দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ান বাহিনী।
Getty Images
আযভস্টাল ইস্পাত কারখানার দিকে অগ্রসর হচ্ছে রাশিয়ান বাহিনী।

কিয়েভ যাচ্ছেন মার্কিন পররাষ্ট্র ও প্রতিরক্ষামন্ত্রী

ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন রোববার কিয়েভ সফরে যাবেন।

যদিও যুক্তরাষ্ট্রের দিক থেকে এখনো এটি নিশ্চিত করা হয়নি কিন্তু আশা করা হচ্ছে রাশিয়ার হামলা শুরুর পর থেকে এটাই হবে কিয়েভে যুক্তরাষ্ট্র সরকারের কর্মকর্তাদের প্রথম সফর।

এদিকে ইউক্রেন জানিয়েছে ওডেসায় রাশিয়ার হামলায় তিন মাসের শিশুসহ আটজন নিহত হয়েছে।

ওদিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউক্রেনের নেতাদের জানিয়েছেন যে আরও সামরিক উপকরণ দেশটিতে পাঠানো হবে।

রুশ হামলায় ইউক্রেনের চেরনিহিভ শহরে বিধ্স্ত আবাসিক ভবন।
Reuters
রুশ হামলায় ইউক্রেনের চেরনিহিভ শহরে বিধ্স্ত আবাসিক ভবন।

তৃতীয় মাসে পড়লো রাশিয়া-ইউক্রেন যুদ্ধ

ইউক্রেন রাশিয়া যুদ্ধের আট সপ্তাহ অর্থাৎ দু মাস শেষ হয়ে তৃতীয় মাস শুরু হলো।

এর মধ্যে মারা গেছে হাজার হাজার মানুষ, বাস্তুচ্যুত হয়েছে লাখ লাখ মানুষ আর বেশ কিছু শহর পরিণত হয়েছে ধ্বংসস্তূপে।

তবে এখনো রাশিয়া কিয়েভ দখল করে ইউক্রেনের সরকারকে উৎখাত করতে পারেনি।

ছবিতে যুদ্ধের ৫৯তম দিনের চিত্র

ঝাপরোজ্জিয়ায় ইভাকুয়েশন পয়েন্টে অপেক্ষারত একটি পরিবার।
Getty Images
ঝাপরোজ্জিয়ায় ইভাকুয়েশন পয়েন্টে অপেক্ষারত একটি পরিবার।
সংবাদ সম্মেলনে সংবাদ কর্মীদের ভিড়।
Getty Images
সংবাদ সম্মেলনে সংবাদ কর্মীদের ভিড়।
খারকিভ শহরে বোমা হামলার পর।
EPA
খারকিভ শহরে বোমা হামলার পর।

ইস্টার উৎসবে ভ্লাদিমির পুতিন।
EPA
ইস্টার উৎসবে ভ্লাদিমির পুতিন।

English summary
Russia-Ukraine war: Volodymyr Zelensky threatens to cancel peace talks
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X