For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine War: ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে রাশিয়ায় ভাড়াটে সেনা, অভিযোগ আমেরিকার

ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে লড়াই করতে রাশিয়া এবার ভাড়াটে সেনার সাহায্য নিচ্ছে। নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বখ্যাত এক সংবাদ মাধ্যমে এমনটাই দাবি আমেরিকার (USA) আধিকারিকদের। ইউক্রেনের বিভিন্ন শহরের রাস্তায় যুদ্ধের জন্য র

  • |
Google Oneindia Bengali News

ইউক্রেনের (Ukraine) বিরুদ্ধে লড়াই করতে রাশিয়া এবার ভাড়াটে সেনার সাহায্য নিচ্ছে। নিউইয়র্ক থেকে প্রকাশিত বিশ্বখ্যাত এক সংবাদ মাধ্যমে এমনটাই দাবি আমেরিকার (USA) আধিকারিকদের। ইউক্রেনের বিভিন্ন শহরের রাস্তায় যুদ্ধের জন্য রাশিয়ায় ইতিমধ্যেই সিরিয়ার (Syria) যুদ্ধবাজরা পৌঁছে গিয়েছে। কেননা এই মুহূর্তে রাশিয়ার লক্ষ্য হল কিয়েভ(Kyiv) শহর ইউক্রেনের বড় শহরগুলি দখল করা। কিন্তু ইউক্রেনের প্রতিরোধের কারণে তা বাধাপ্রাপ্ত হচ্ছে।

রাশিয়ায় সিরিয়ার যোদ্ধারা

রাশিয়ায় সিরিয়ার যোদ্ধারা

আমেরিকার গোয়েন্দা সূত্রে প্রাপ্ত খবর বলে দাবি করা হলেও, মস্কোতে সিরিয়ার কতজন যুদ্ধবাজ পৌঁছেছে, তা জানাতে পারেনি তারা। তবে দাবি করা হয়েছে বেশ কিছু যোদ্ধা ইতিমধ্যেই রাশিয়ায় পৌঁছে গিয়েছে। তাদেরকে ইউক্রেনে মোতায়েনের প্রস্তুতি চলেছে। সিরিয়ার তরফে রাশিয়াকে যোদ্ধাদের পাঠানোর প্রস্তাব আসে। তাদের বেতন ২০০ থেকে ৩০০ ডলারের মতো। ছয়মাসের জন্য তারা রক্ষীর কাজ করবে বলেও জানানো হয়েছে।

ইউক্রেনের শহরগুলি দখলের জন্যই রাশিয়ার প্রস্তুতি

ইউক্রেনের শহরগুলি দখলের জন্যই রাশিয়ার প্রস্তুতি

২৪ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর কিছু পরেই রাশিয়ার তরফে দাবি করা হয়েছিল তাদের সেনা কিভেয়ের খুব কাছে পৌঁছে গিয়েছে। সেটা কিয়েভ থেকে ৪০ থেকে ৬০ কিমি দূরে। কিন্তু তারপরে রাশিয়ার সেনার সেরকম অগ্রগতির কথা জানা যায়নি। পশ্চিমী সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে ইউক্রেনের কড়া প্রতিরোধের জেরে রাশিয়ার অগ্রগতি থমকে গিয়েছে। অন্যদিকে সিরিয়ায় দীর্ঘদিন ধরেই গৃহ যুদ্ধ চলছে। সেখানকার যোদ্ধারা এক দশকের বেশি সময় ধরে শহুরে যুদ্ধে পারদর্শী। অন্যদিকে রাশিয়াও তাদেরকে অস্ত্র সাহায্য দিয়ে এসেছে। এবার পাল্টা সাহায্যের প্রস্তুতি। অন্যদিকে, ইজরায়েলের বর্ষীয়ান সেনারা ইউক্রেনকে সাহায্য করতে মনস্থির করেছেন বলে খবর প্রকাশিত হয়েছে।

 ইউক্রেনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ইউক্রেনের প্রেসিডেন্টের হুঁশিয়ারি

ইউক্রেনের প্রেসিডেন্ট রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়া সেনা যুদ্ধাপরাধী। ইউক্রেনের সেনারা তাদেরকে কবরের দিকেই নিয়ে যাবে। ইউক্রেনের জনগণের উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়ার সেনাদের ইচ্ছাকৃত হত্যার জন্য বিচারের দিনের অপেক্ষায় থাকতে হবে। এই যুদ্ধে ইউক্রেনের যত পরিবার নিশ্চিহ্ন হয়েছে কিংবা তাদের সদস্যরা মারা গিয়েছেন, তাঁদেরকে দেশ ভুলবে না। এই যুদ্ধে যারা নৃশংসতা দেখিয়েছে, তাদের শাস্তি দেওয়া হবে ইউক্রেনের জমিতেই, বলেছেন জেলেনস্কি। এই পৃথিবীতে কবর ছাড়া তাদের আর কোনও শান্তির জায়গা থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

পশ্চিমী দেশগুলির কাছে ফের আবেদন

পশ্চিমী দেশগুলির কাছে ফের আবেদন

ইউক্রেনের প্রেসিডেন্ট তাদের দেশে রাশিয়ার হামলা নিয়ে বলেছেন, এখনও পর্যন্ত যে পরিস্থিতি, সেটা রাশিয়ার কাছে যথেষ্ট নয়। তারা আরও মারতে চায়। প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমী দেশগুলির কাছে ফের মস্কোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে যেসব নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, তা যথেষ্ট নয়।

Weather Update: ভোরে ঠান্ডার অনুভূতি, ভিজতে চলেছে বিস্তীর্ণ এলাকা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাসWeather Update: ভোরে ঠান্ডার অনুভূতি, ভিজতে চলেছে বিস্তীর্ণ এলাকা! একনজরে বাংলার আবহাওয়ার পূর্বাভাস

English summary
US claims Russia is preparing to take Syria's help to fight against Ukraine.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X