For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine War: যেখানে শত্রু দেখবে সেখানে আটকাও, দেশবাসীকে বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের

Russia-Ukraine War: যেখানে শত্রু দেখবে সেখানে আটকাও, দেশবাসীকে বার্তা ইউক্রেনের প্রেসিডেন্টের

Google Oneindia Bengali News

রাশিয়ার সঙ্গে অসম যুদ্ধে বিধ্বস্ত ইউক্রেন। গতকালই দেশবাসীকে অস্ত্র তুলে নেওয়ার বার্তা দিয়েছিলেন ইউক্রেেনর প্রেসিডেন্ট এবার দেশবাসীকে শত্রুদের প্রতিহত করার বার্তা দিয়েছেন তিনি। যেখানে শত্রুদের দেখবে সেখানে তাঁদের আটকাও এমনই বার্তা দিয়েছেন তিনি। যুদ্ধের প্রথম দিনেই ১৩৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের প্রেসিডেন্টের অফিস। রাজধানী কিেয়ভের দিকেও এগোতে শুরু করেছে রুশ বাহিনী। সূত্রের খবর কিয়েভে হামলা চালানোর আগেই রাশিয়ার যুদ্ধ বিমানকে গুলি করে নামিয়েছে ইউক্রেনের সেনা।

দেশবাসীকে বার্তা প্রেসিডেন্টের

দেশবাসীকে বার্তা প্রেসিডেন্টের

গতকাল রাশিয়ার প্রেসিডেন্ট ইউক্রেনের উপরে সামরিক অভিযানের কথা ঘোষণা করার পরেই গোটা বিশ্বে শোরগোল পড়ে গিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট রাষ্ট্রপুঞ্জের কাছে যুদ্ধ থামানোর আর্জি জানিয়েছিলেন। এমনকী ইউরোপীয়ান ইউনিয়নের দেশগুলির কাছেও রাশিয়াকে থামানোর আর্জি জানিয়েছিলেন। কিন্তু ততক্ষণে ইউক্রেনে গোলা বর্ষণ শুরু করে দিয়েছে রাশিয়া। ইউক্রেনের সীমান্ত দিয়ে রুশ পদাতিক বাহিনী ঢুকে পড়েছিল উইক্রেনে। শেষ পর্যন্ত দেশবাসীকে অস্ত্র তুলে নেওয়ার আর্জি জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনা

কিয়েভের দিকে এগোচ্ছে রুশ সেনা

যুদ্ধের প্রথম দিনেই ১৩৭ জন ইউক্রেনের সেনার মৃত্যু হয়েছে। দ্বিতীয় দিনে সকাল থেকেই রুশ বাহিনীকে প্রতিহত করতে ব্যস্ত ইউক্রেনের সেনা। রুশ বাহিনী রাজধানী কিয়েভের দিকে এগোতে শুরু করেছে। তবু কিয়েভ ছাড়তে নারাজ প্রেসিডেন্ট। তিনি জানিয়েছেন আগে শত্রুকে প্রতিহত করতে হবে তার পরে পরিবার। সূত্রের খবর রুশ সেনার পথ আটকেছে ইউক্রেনের বাহিনী। অন্যদিকে কিয়েভে দিকে ছোড়া মিসাইলকে আটকাতে পেরেছে ইউক্রেন সেনা। এদিকে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল ইউক্রেন দখল তাঁদের টার্গেট নয়।

দেশবাসীকে নিরাপদে রাখার চেষ্টা

দেশবাসীকে নিরাপদে রাখার চেষ্টা

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন দেশবাসীকে নিরাপদে রাখা এখন তাঁর প্রথম কর্তব্য। তিনি অভিযোগ করেছেন রাশিয়া ইচ্ছে করে লোকবসতি এলাকায় হামলা চালাচ্ছে। ইউক্রেনের মানুষেকে প্রাণে মারাক ছক কষেছে রাশিয়া। তিনি বলেছেন নিজের পরিবারকে নিরাপদে রাখার পাশাপাশি চারপাশে যাঁরা রয়েছেন তাঁদেরও নিরাপদে রাখুন। বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের যত্ন নিন। তাঁদের খাবার দিন। সবার আগে যেথানে শত্রুদের দেখতে পাবেন সেখানে তাঁদের প্রতিহত করুন বার্তা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

ইউক্রেনের পাশে আমেরিকা

ইউক্রেনের পাশে আমেরিকা

এদিকে ইউক্রেনের পাশে দাঁড়ায়েছে আমেরিকা। ইউক্রেনকে সামরিক সাহায্য দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। যে ন্যাটো বাহিনীতে ইউক্রেনের সংযুক্তি নিয়ে এই বিতর্ক। তার থেকে কিন্তু বেরিয়ে আসেনি ইউক্রেন। জো বাইডেন রাশিয়ার উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে সেই পথে হেঁটেছে ব্রিটেনও। পাল্টা ব্রিটেনের সব উড়ানে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া।

English summary
Ukraine-Russia War update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X