For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

খারকিভ ছেড়ে দ্রুত চলে যান, আটকে পড়া ভারতীয়দের সুরক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি দূতাবাসের

খারকিভ ছেড়ে দ্রুত চলে যান, আটকে পড়া ভারতীয়দের সুরক্ষার জন্য বিজ্ঞপ্তি জারি দূতাবাসের

Google Oneindia Bengali News

গত বৃহস্পতিবার রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার পর থেকেই সেই দেশের পরিস্থিতি যথেষ্ট জটিল অবস্থায় চলে গিয়েছে। বিশেষ করে ইউক্রেনে আটকে থাকা একাধিক ভারতীয় পড়ুয়াদের দেশে ফিরিয়ে আনা নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছিল। কারণ ইউক্রেনের বিমানবন্দরগুলি যুদ্ধ পরিস্থিতির মধ্যে বন্ধ করে রাখা হয়। এই অবস্থায় ভারত সরকার অপরেশন গঙ্গা চালু করে এবং বিকল্প রাস্তা দিয়ে ভারতীয়দের ফিরিয়ে আনার বন্দোবস্ত করা হয়। বুধবার বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর জানিয়েছেন যে গত ২৪ ঘণ্টায় ইউক্রেন থেকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে ১,৩৭৭ জন নাগরিককে।

খারকিভে আটকে থাকা ভারতীয়দের চলে যাওয়ার নির্দেশ

খারকিভে আটকে থাকা ভারতীয়দের চলে যাওয়ার নির্দেশ

অন্যদিকে, বুধবার ইউক্রেনের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে খারকিভের ভারতীয় নাগরিকদের উদ্দেশ্যে। ভারতীয় নাগরিকদের দ্রুত এই শহর ছেড়ে চলে যাওয়ার কথা বলা হয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়, '‌ভারতীয়রা নিজেদের সুরক্ষার খাতিরে পেসোচিন, বাবায়ে এবং বেজলিউডভকাতে চলে যান যত দ্রুত সম্ভব। যে কোন পরিস্থিতিতে তাঁদের অবশ্যই আজকের ১৮০০ ঘন্টার (ইউক্রেনীয় সময়) মধ্যে এই এলাকাগুলিতে পৌঁছাতে হবে।'‌

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা চাইছে সাহায্য

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়রা চাইছে সাহায্য

তবে রাশিয়ার ইউক্রেনের বিরুদ্ধে আগ্রাসন ঘোষণা করার পর এখনও বহু ভারতীয় পড়ুয়া আটকে রয়েছেন ইউক্রেনে এবং তাঁরা দেশে ফেরার জন্য ভারত সরকারের কাছ থেকে সাহায্য চাইছেন। অন্যদিকে বুধবার বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গলা সাংবাদিকদের জানিয়েছেন যে ভারত সরকার ইতিমধ্যেই যুদ্ধ বিধ্বস্ত দেশে আটকে থাকা দেশের নাগরিক বিশেষ করে পড়ুয়াদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউক্রেনে ভারতীয় দূতাবাসের সঙ্গে কথা বলেছে। দূতাবাসের পক্ষ থেকে ভারত সরকারকে এ বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। এছাড়াও হর্ষ বর্ধন শৃঙ্গলা জরুরি সুরক্ষা বার্তা দিতে গিয়ে বলেন, '‌এখনও যে সব পড়ুয়ারা খারকিভ সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে রয়েছেন, সরকারের পক্ষ থেকে মিশন মস্কোর আওতায় আমরা অফিসার পাঠিয়েছি, যাঁরা রাশিয়া ও ইউক্রেন সীমান্তে গিয়েছেন। বর্তমানে এই দলটি এখন বেলগোরাড শহরে রয়েছেন, যেটা খারকিভ থেকে খুব একটা দূরে অবস্থিত নয়।'‌ তিনি এও বলেন, '‌ভারত থেকে যে দলটিকে পাঠানো হয়েছে তাঁদের কাজ হল বিকল্প রুট খতিয়ে দেখা, আটকে থাকা ভারতীয়দের থাকার ব্যবস্থা করা, ভারতে ফিরিয়ে আনার বন্দোবস্ত করা। খারকিভ এলাকায় আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনার সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। খারকিভে আটকে থাকা ভারতীয়দের ফিরিয়ে আনাই এখন আমাদের সর্বাধিক অগ্রাধিকার। এই নিয়ে আমরা শুধু দিল্লি নয়, মস্কো ও ইউক্রেনের কূটনীতিবিদ ও সেনাদের সঙ্গেও আলোচনা করেছি।'‌

কিয়েভে আটকে নেই কোনও ভারতীয়

কিয়েভে আটকে নেই কোনও ভারতীয়

বিদেশ সচিব এও জানিয়েছেন, সব ভারতীয় ইউক্রেনের রাজধানী কিয়েভ ছেড়ে বেরিয়ে এসেছে। শুধু তাই নয়, প্রায় ৬০ শতাংশ ভারতীয় ইউক্রেন ছেড়েছে বলেও দাবি করেন তিনি। তিনি আরও বলেন, '‌সরকারি নির্দেশিকা জারির পর ইউক্রেনে থাকা আনুমানিক ২০ হাজার ভারতীয়ের মধ্যে ৬০ শতাংশ বেরিয়ে এসেছেন। অর্থাৎ এখনও পর্যন্ত ১২ হাজার ইউক্রেন ছেড়েছেন। বাকি ৪০ শতাংশের মধ্যে প্রায় অর্ধেক খারকিভের কনফিক্ল জোনে রয়েছেন এবং অন্য অংশটা রয়েছেন হয় ইউক্রেনের পশ্চিম সীমান্তে অথবা পশ্চিম সীমান্তের দিকে রওনা দিয়েছেন। ওঁরা মূলত বিতর্কিত জায়গার বাইরে রয়েছেন।'‌

 ২৬টি বিমান রওনা দেহে

২৬টি বিমান রওনা দেহে

মঙ্গলবার বিদেশ সচিব হর্ষ বর্ধন শৃঙ্গলা জানিয়েছেন যে ভারতীয় নাগরিকদের ফিরিয়ে আনতে পরবর্তী তিনদিনের মধ্যে ২৬ টি বিমান রওনা দেবে। এই ফিরিয়ে আনার প্রক্রিয়ায় বুখারেস্ট এবং বুদাপেস্ট ছাড়াও পোল্যান্ড এবং স্লোভাক প্রজাতন্ত্রের বিমানবন্দরগুলিও ব্যবহার করা হবে বলে তিনি যোগ করেছেন।

হেল্পলাইন নম্বর

হেল্পলাইন নম্বর

ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের জন্য ২৪ ঘণ্টার হেল্পলাইন চালু করা হয়েছে। নম্বরগুলি হল-

+38 0997300428

+38 0997300483

+38 0933980327

+38 0635917881

+38 0935046170

English summary
The Indian embassy in Ukraine ordered the Indians to leave Kharkiv quickly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X