For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: জাতিসংঘ মহাসচিবের সফরের মধ্যেই কিয়েভে রকেট বিস্ফোরণ

যুদ্ধে ইউক্রেনকে সহায়তার জন্য ৩৩ বিলিয়ন ডলারের নতুন একটি প্রস্তাব দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ওদিকে যুদ্ধ অবসানে ব্যর্থতার জন্য নিরাপত্তা পরিষদের সমালোচনা করলেন জাতিসংঘ মহাসচিব নিজেই।

  • By Bbc Bengali

জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।
Reuters
জাতিসংঘ মহাসচিবকে স্বাগত জানান ইউক্রেনের প্রেসিডেন্ট।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সফরের সময় ইউক্রেনের রাজধানী কিয়েভ রকেট বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আর সফরকালে মি. গুতেরেস জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, নিরাপত্তা পরিষদ ইউক্রেনে যুদ্ধ ঠেকাতে কিংবা যুদ্ধ অবসানে ব্যর্থ হয়েছে।

এটাকে খুবই হতাশা ও অসন্তুষ্টির কারণ উল্লেখ করে তিনি বলেন যে এটা পরিষ্কার যে নিজের ক্ষমতাকে ব্যবহার করে নিরাপত্তা পরিষদ যুদ্ধ প্রতিরোধ বা অবসান করতে পারেনি।

পনের সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মূলত বৈশ্বিক নিরাপত্তা ও শান্তিরক্ষায় কাজ করে।

তবে এ পরিষদ এখন ব্যাপক সমালোচনার মুখে। এমনকি ইউক্রেন সরকারও এর ভূমিকা নিয়ে সমালোচনা করেছে।

রাশিয়া নিজেও নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। ইউক্রেন বিষয়ে আনা এক প্রস্তাবে ইতোমধ্যেই দেশটি ভেটো দিয়েছে।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

বিদেশি হস্তক্ষেপ হলে 'বিদ্যুৎ গতিতে জবাব দেব' - পুতিনের কড়া হুঁশিয়ারি

যুদ্ধে জড়ানোর জের কতটা সামলাতে পারবেন ভ্লাদিমির পুতিন

রাশিয়ার সাথে শান্তি আলোচনা বাতিলের হুমকি দিলেন ভলোদিমির জেলেনস্কি

ভলোদিমির জেলেনস্কি
Getty Images
ভলোদিমির জেলেনস্কি

গুতেরেস- জেলেনস্কি সংবাদ সম্মেলন

অ্যান্তনিও গুতেরেস বৃহস্পতিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে যৌথ সংবাদ সম্মেলন করেন।

এতে মি. জেলেনস্কি বলেন, ইউক্রেনে রাশিয়া যে যুদ্ধাপরাধ করেছে, সেটা দেখার সুযোগ মি. গুতেরেসের হয়েছে।

তবে জাতিসংঘ মহাসচিবের এ সফরের সময় কিয়েভের সেন্ট্রাল শেভচেঙ্কো এলাকায় দুটি বিস্ফোরণ হয়েছে।

শহরটির উত্তর পশ্চিমে একটি এলাকায় মি. গুতেরেস যুদ্ধে ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে দাড়িয়ে সংবাদকর্মীদের ব্রিফিং করেন।

এ সময় তিনি মারিউপোলের হাজার হাজার মানুষকে রক্ষার জন্য আকুল আবেদন জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন
EPA
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন

৩৩ বিলিয়ন ডলার সহায়তার প্রস্তাব বাইডেনের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে সামরিক, অর্থনৈতিক ও মানবিক সহায়তা দিতে ৩৩ বিলিয়ন ডলারের একটি প্রস্তাব দিয়েছেন দেশটির কংগ্রেসে।

বৃহস্পতিবার দেয়া ভাষণে এ প্রস্তাবনায় বিশ বিলিয়ন ডলার সামরিক, সাড়ে আট বিলিয়ন ডলার অর্থনৈতিক এবং তিন বিলিয়ন ডলার মানবিক সহায়তার কথা বলা হয়েছে।

মি. বাইডেন বলেন, ইউক্রেনে রাশিয়া যত ট্যাংক মোতায়েন করেছে তার প্রতিটির জন্যই অ্যান্টি-ট্যাংক সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র।

তবে রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে না জড়ানোর বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ইউক্রেন নিজেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করছে এবং যুক্তরাষ্ট্র সেখানে তাদের সহায়তা করছে।

ইউক্রেনে নিহত ব্রিটিশ নাগরিক।
BBC
ইউক্রেনে নিহত ব্রিটিশ নাগরিক।

ইউক্রেনে ব্রিটিশ নাগরিকের মৃত্যু

যুক্তরাজ্যের পররাষ্ট্র দফতর জানিয়েছে, ইউক্রেনে একজন ব্রিটিশ নাগরিক নিহত হয়েছেন এবং আরও একজনের খোঁজ পাওয়া যাচ্ছে না।

বিবিসিকে একটি সূত্র জানিয়েছে যে নিহত ব্যক্তির নাম স্কট সিবলে এবং তিনি ইউক্রেনের বাহিনীর হয়ে যুদ্ধ করছিলেন বলে মনে করা হচ্ছে।

তবে ফরেন অফিস কারও পরিচয় প্রকাশ করেনি।

যদিও একজন মূখপাত্র জানিয়েছেন যে তারা উভয় পরিবারের সাথে যোগাযোগ রাখছেন।

বিবিসি বাংলায় আরও পড়ুন:

মোবাইল ইন্টারনেটের 'মেয়াদহীন প্যাকেজ' চালু, তবে এর মেয়াদও ১ বছর

বাংলাদেশের স্বার্থের ইস্যুগুলোতে কতটা গুরুত্ব দেয় ভারত

রাশিয়াকে ইউক্রেন থেকে হটাতে হবে: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

English summary
Russia-Ukraine war: Rocket blast in Kiev during UN Secretary General's visit
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X