For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রয়েছে মস্কোর ভয়ঙ্কর সেনা 'স্পেটসনাজ', জানুন এই বাহিনী সম্পর্কে

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রয়েছে মস্কোর ভয়ঙ্কর সেনা 'স্পেটসনাজ', জানুন এই বাহিনী সম্পর্কে

  • |
Google Oneindia Bengali News

ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে৷ ন্যাটোর সাহায্য না পেলেও রাশিয়াকে প্রত্যুত্তর দেওয়ার চেষ্টা শুরু করেছে ইউক্রেন৷ কিন্তু ইতিমধ্যেই ইউক্রেনের একাধিক এলাকার দখল নিতে শুরু করেছে রাশিয়ার বিশেষ সেনাবাহিনী 'স্পেটসনাজ'রা। পারমানবিক যুদ্ধে পারদর্শী এই সেনা বিশ্বের অন্যতম ভয়ঙ্কর সেনাবাহিনীগুলির একটি। ওয়ানইন্ডিয়া বাংলার পাঠকদের জন্য রইল 'স্পেটসনাজ'দের নিয়ে এাি বিশেষ প্রতিবেদন৷

ইউক্রেনে প্রবেশ করেছে স্পেটসনাজরা!

ইউক্রেনে প্রবেশ করেছে স্পেটসনাজরা!

গত ২৪ ঘন্টায় ইউক্রেনের শহরগুলিতে ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হয়েছে। দেশটির বিমান ঘাঁটি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভবনগুলি ধ্বংস করেছে রাশিয়া। একইসঙ্গে বেলারুশের সীমান্ত জুড়ে সৈন্যদের মোতায়ন করেছে মস্কো৷ সে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে রাশিয়ান সামরিক ইউনিটগুলির মধ্যে যারা ইউক্রেনের সীমানা অতিক্রম করেছে তাদের মধ্যে রয়েছে স্পেটসনাজ। ন্যাটোর মতে, যৌথ সামরিক মহড়ার সময় বেলারুশে পাঠানো হয়েছিল এই বাহিনীকে৷

স্পেটসনাজ কারা?

স্পেটসনাজ কারা?

এই অত্যাধুনিক বিশেষ সামরিক ইউনিটের উৎপত্তি বোঝার জন্য, রাশিয়ার সামরিক গোয়েন্দা সংস্থা গুর (GUR) সম্পর্কে জানা গুরুত্বপূর্ণ। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতন হলে গুর শক্তিশালী হয়ে ওঠে এবং সক্ষমতার বিচারে কেজিবিকেও ছাড়িয়ে যায়। পশ্চিমের দেশগুলির অনেকেই এই গুর গোয়েন্দা সংস্থাকে ভয় পায়। এজেন্ট ছাড়াও, এই সামরিক গোয়েন্দা ইউনিটের নিজস্ব কমান্ডো ইউনিট রয়েছে যার নামই 'স্পেটসনাজ।' এর লক্ষ্য হল বন্দি পুনরুদ্ধার এবং নাশকতা পরিচালনা করা। সোভিয়েত আমলে স্পেটসনাজ খুব সক্রিয় ছিল এবং এমনকি ১৯৭৯ সালে আফগানিস্তানে আক্রমণের নেতৃত্বও দিয়েছিল এই বাহিনী। রাশিয়ার এই কমান্ডো ইউনিট ১৯৪৯ সালে গঠিত হয়। স্পেটসনাজ শব্দটি বিশেষ পদবী হিসাবে রাশিয়ার অভিজাত সামরিক ইউনিটে ব্যবহার করা হয়।

কত সংখ্যায় রয়েছে এই স্পেটসনাজরা?

কত সংখ্যায় রয়েছে এই স্পেটসনাজরা?


সংবাদমাধ্যম সূত্রের খবর, স্পেটসনাজ স্পেশাল ইউনিটে কমান্ডোদের সংখ্যা ১,৫০০ থেকে ২,০০০, ইউনিট ফেডারেল নিরাপত্তা পরিষেবা দ্বারা নিয়ন্ত্রিত হয় এই বাহিনী। বড় আন্তর্জাতিক ইভেন্টে রাশিয়া এই স্পেটসনাজদের ব্যবহার করে থাকে৷ যেমন সাম্প্রতিক সিরিয়া সংকটের সময়, এবং দু'দশক আগে চেচেন বিদ্রোহীদের বিরুদ্ধে আক্রমণের নেতৃত্ব দিতে ময়দানে নেমে ছিল স্পেটসনাজরা। এমনকি ঠান্ডা যুদ্ধের সময়ও সক্রিয় ছিল রাশিয়ার এই বিশেষ কমান্ডো বাহিনী৷
সোভিয়েত ইউনিয়নের পতনের পর, স্পেটসনাজ সৈন্যদের বিভিন্ন নিরাপত্তা এবং সন্ত্রাসবিরোধী ভূমিকার জন্য নিয়োগ করা হয়েছিল। ভেগা নামে পরিচিত স্পেটসনাজ ইউনিটগুলির পারমাণবিক ঘটনা মোকাবেলায় পারদর্শী। আবার ফাকেল (বা টর্চ) নামে আরেক ইউনিট বন্দি মোকাবেলায় দক্ষ।

কিভাবে স্পেটসনাজে নিয়োগ হয়?

কিভাবে স্পেটসনাজে নিয়োগ হয়?

স্পেটসনাজ হল রাশিয়ার একটি অভিজাত বাহিনী৷ যে বাহিনী প্রায় ২০০ বছরেরও বেশি সময় ধরে একটি সামরিক গোয়েন্দা পরিষেবা অংশ হিসেবে রয়েছে৷ তাই এই কমান্ডো বাহিনীতে যোগ দেওয়ার নির্বাচন প্রক্রিয়াটি ভীষন কঠিন৷ স্পেটসনাজ সৈনিক হওয়ার প্রশিক্ষণ পাঁচ বছর পর্যন্ত স্থায়ী হয়। রাশিয়ার কিছু ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, এই প্রক্রিয়া নিজেই নৃশংস এবং পাঁচ মাস ধরে চলে। সে দেশের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে যে এই স্পেটসনাজদের অন্যান্য সামরিক ইউনিট থেকে বেছে নেওয়া হয়। এবং সাধারণত তারাই এতে সুযোগ পায় যারা ট্রেনিং চলাকালীন চারিত্রিক দৃঢ়তা দেখাতে পারেন।

English summary
Russia-Ukraine war involves Moscow's formidable army 'Spetsnaz', know about these forces
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X