For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Russia-Ukraine War: যুদ্ধ এবার রাজধানী কিয়েভের রাস্তায়! গত কয়েক দশকের ভয়ঙ্করতম পরিস্থিতি ইউরোপে

Russia-Ukraine War: যুদ্ধ এবার রাজধানী কিয়েভের রাস্তায়! গত কয়েক দশকের ভয়ঙ্করতম পরিস্থিতি ইউরোপে

  • |
Google Oneindia Bengali News

বৃহস্পতিবার সকালে রাশিয়ার (russia) প্রেসিডেন্ট পুতিন (vladimir putin) ইউক্রেনের (ukraine) বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। যা এদিন তৃতীয় দিনে পা দিয়েছে। মস্কো দাবি করেছে আকাশ কিংবা সমুদ্র থেকে দুরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা ইউক্রেনের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চালাচ্ছে। এদিনে ইউক্রেন সরকারকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানাচ্ছে এখনও পর্যন্ত ১৯৮ জন ইউক্রেনবাসীর মৃত্যু হয়েছে যুদ্ধের প্রথম তিন দিনে।

যুদ্ধ এখন কিয়েভের রাস্তায়

যুদ্ধ এখন কিয়েভের রাস্তায়

সংবাদ সংস্থা জানাচ্ছে যুদ্ধ এখন কিয়েভের রাস্তায় ছড়িয়ে পড়েছে। সেখানে মাঝে মধ্যেই কামানের গোলার শব্দ শোনা যাচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দখলের বিরুদ্ধে দেশের মানুষের কাছে প্রতিরোধের ডাক দিয়েছেন। তিনি আমেরিকার উদ্ধারের প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এই মুহূর্তে তাঁর অস্ত্রের দরকার।

 কিয়েভের কাছেই রাশিয়ার বাহিনী

কিয়েভের কাছেই রাশিয়ার বাহিনী

রাশিয়ার বাহিনী ইউক্রেনের রাজধানী কিয়েভের খুব কাছেই পৌঁছে গিয়েছে। শহরের ওপরে বিমান হানার পরে তাকে ঘিরে ফেলেছে রাশিয়ার বাহিনী। সেখানে এই মুহূর্তে ভয়ানক পরিস্থিতি। বসত বাড়িগুলিকে টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেন।

শহরের দখলের চেষ্টায় যুদ্ধ

শহরের দখলের চেষ্টায় যুদ্ধ

কিয়েভের মেয়র ভিটালি ক্লিসকো বলেছেন শনিবার একটি ক্ষেপণাস্ত্র কিয়েভের দক্ষিণে একটি বহুতলে আঘাত করেছে । এদিকে রাশিয়ার বিমান বাহিনী সারারাত ধরে শগের খুব কাছেই পদার্পণ করেছে। কিয়েভ শহর থেকে প্রায় ৪০ কিমি দূরে নেমে শহরের দখল নিতে চেষ্টা করে। ভাসিলকিভের মেয়র নাতালিয়া বালাসিনাভিচ বলেছেন, রাস্তায় ভয়ানক যুদ্ধ চলছে। তিনি বলেছেন রাশিয়ার সেনাবাহিনীর একটি ছোট অংশ ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রসংঘে জরুরি বৈঠক

রাষ্ট্রসংঘে জরুরি বৈঠক

রাষ্ট্রসংঘরে জরুরি বৈঠকে ক্রেমলিনের বিরুদ্ধে আনা প্রস্তাবে ভেটো দিয়েছে রাশিয়া। সেখানে প্রস্তাবের পক্ষে ১১ টি দেশ ভোট দেয়। ভারত, চিন এবং আরব আমীরশাহি ভোটদানে বিরত থাকে।

অস্ত্র আসছে ফ্রান্স থেকে

অস্ত্র আসছে ফ্রান্স থেকে

এদিকে আমেরিকা ইউক্রেনে সেনা পাঠাতে অস্বীকার করলেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ফ্রান্স তাদের অস্ত্র পাঠাতে অঙ্গীকার করেছে।

ক্রিমিয়ার উত্তরেও যুদ্ধ

ক্রিমিয়ার উত্তরেও যুদ্ধ

২০১৪-তে রাশিয়া ক্রিমিয়া দখল করেছিল। ইউক্রেনের দক্ষিণের এই অংশে খেরসনে জোরদার যুদ্ধ চলছে। কৃষ্ণসাগরে বন্দর মাইকোলিভ, ওডেসা এবং মারিপোলেও একই পরিস্থিতি। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনিস্কির পরামর্শদাতা বলেছিলেন, রাশিয়া তাদের দেশের দক্ষিণের অংশ দখলে চেষ্টা করবে। কিন্তু সেখানে তেমন কোনও সুবিধা তারা করতে পারেনি বলে জানিয়েছে সংবাদ সংস্থা।

কিয়েভে ভূপাতিত রাশিয়ার পরিবহণ বিমান

কিয়েভে ভূপাতিত রাশিয়ার পরিবহণ বিমান

রাশিয়ার II-76 মালবাহী বিমানকে কিয়েভের প্রায় ৮৫ কিমি দক্ষিণে গুলি করে নামায় ইউক্রেনের সেনাবাহিনী।

অভিযোগ রাশিয়া সাধারণ মানুষের ওপরেও হামলা চালাচ্ছে

অভিযোগ রাশিয়া সাধারণ মানুষের ওপরেও হামলা চালাচ্ছে

এদিকে ইউক্রেন সরকারের তরফে দাবি করা হয়েছে, রাশিয়া যে বারেবারে দাবি করছে, তারা অসামরিক এলাকায় গোলা বর্ষণ করছে না, তা মিথ্যা। রাশিয়া অন্ততদ ৪০ টি এই ধরনের আঘাত হেনেছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যম।

কিয়েভের উত্তরে যুদ্ধ

কিয়েভের উত্তরে যুদ্ধ

ইউক্রেনের সেনাবাহিনী রাজধানী কিয়েভের উত্তরে ৪০ থেকে ৮০ কিমির মধ্যে দুটি জায়গায় রাশিয়ার বাহিনীর সঙ্গে যুদ্ধ চালাচ্ছে।

কয়েক দশকের মধ্যে সব থেকে খারাপ যুদ্ধ

কয়েক দশকের মধ্যে সব থেকে খারাপ যুদ্ধ

ইউক্রেনে রাশিয়ার এই হানাদারি গত কয়েক দশকে মধ্যে ইউরোপের সব থেকে খারাপ যুদ্ধ বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণে আহ্বান

ইউক্রেনের সেনাবাহিনীকে আত্মসমর্পণে আহ্বান

শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন।

English summary
Conflict between Russia-Ukraine spreads in Kyiv streets as 198 Ukrainians kills so far
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X