For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনে ভারতীয়দের উদ্ধারকার্যে সহযোগিতার জন্য পুতিনের সঙ্গে ফোন কথা বললেন মোদী

ইউক্রেনে ভারতীয়দের উদ্ধারকার্যে সহযোগিতার জন্য পুতিনের সঙ্গে ফোন কথা বললেন মোদী

  • |
Google Oneindia Bengali News

ভারতীয়দের ইউক্রেন থেকে দেশে ফিরিয়ে নিয়ে আসার ব্যাপারে প্রচেষ্টার কোমও খামতি রাখছে না কেন্দ্র। সোমবার দুপুরে ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে এ বিষয়ে কথা বলেছিলেন মোদী, এদিনই সন্ধ্যে বেলায় ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের সুস্থভাবে দেশে ফেরানো নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বললেন নরেন্দ্র মোদী। তবে শুধু ভারতীয়দের ফেরানোই নয় সঙ্গে শান্তি আলোচনার মাধ্যমে যাতে দু'দেশ তাদের সমস্যা মিটিয়ে নেয় সে বিষয়েও পুতিনের সঙ্গে মোদীর কথা হয়েছে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে৷

ইউক্রেনে ভারতীয়দের উদ্ধারকার্যে সহযোগিতার জন্য পুতিনের সঙ্গে ফোন কথা বললেন মোদী

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ইউক্রেন পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন। রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষ ডনবাসে 'বিশেষ সামরিক অভিযান' এবং ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রেখেছে বলে জানা গিয়েছে। ভ্লাদিমির পুতিন রাশিয়ার সশস্ত্র বাহিনীর যুদ্ধবিরতির সিদ্ধান্ত এবং মানবিক করিডোর খোলার বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন। সূত্রের খবর মোদীকে পুতিন বলেছেন, ইউক্রেনের জাতীয়তাবাদীরা নিজেদের শক্তি ব্যবহার করে এবং বিভিন্ন ধরণের উস্কানি দিয়ে, যুদ্ধক্ষেত্র থেকে বিদেশী নাগরিক সহ অসামরিক নাগরিকদের সরিয়ে দেওয়ার কাজ বারবার বন্ধ করে দিচ্ছে।

অন্যদিকে সোমবারই মোদীর সঙ্গে ফোনে কথা হয়েছে ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির। সোমবার আবারও প্রধানমন্ত্রীর ফোনের পরই জেলেনস্কি টুইট করেছেন। টুইটে ইউক্রেনের রাষ্ট্রপতি লিখেছেন, 'প্রধানমন্ত্রী নরেন্দ্রকে মোদী রুশ আগ্রাসন প্রতিহত করার বিষয়ে ইউক্রেনের লড়াই সম্পর্কে জানিয়েছি৷ তিনি যুদ্ধের মধ্যেও ভারতীয় নাগরিকদের সাহায্য করার জন্য এবং দু'দেশের (রাশিয়া-ইউক্রেন) সরাসরি শান্তি আলোচনার বিষয়টির প্রশংসা করেছেন। ইউক্রেনের মানুষকে সমর্থন জানানোর জন্য মোদীকে ধন্যবাদ।'

জেলেনস্কি যাই বলুন না কেন, সোমবার মোদীর সঙ্গে কথা বলার সময় পুতিন উল্লেখ করেছেন যে খারকিভের কট্টরপন্থীদের হাতে আটক ভারতীয় ছাত্ররা ইউক্রেনের উপর কঠোর আন্তর্জাতিক চাপের পরেই শহর ছেড়ে সেফ জায়গাতে যেতে সক্ষম হয়েছিল। রুশ সামরিক কর্মীরা সুমি থেকে ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। জানা গিয়েছে ভারতীয়েদের ইউক্রেন থেকে উদ্ধারকাজে সাহায্য করার জন্য পুতিন-মোদী কথপোকথনে রাশিয়াকে ধন্যবাদ জানিয়েছেন মোদী। প্রসঙ্গত প্রধানমন্ত্রী মোদীর অনুরোধে ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রতিনিধিদল এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে আলোচনায় উৎসাহ দেখিয়েছেন, যার তৃতীয় রাউন্ড আজ অনুষ্ঠিত হতে চলেছে। অন্যদিকে ইউক্রেন-রাশিয়া সংঘাত সমাধানের জন্য ভারতের তরফে যে কোনও সম্ভাব্য সহায়তা দেওয়ার কথা বলেছেন নরেন্দ্র মোদী।

English summary
russia-ukraine crisis, Modi spoke to Putin on the phone to help rescue Indians in Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X