For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৬ সালের মতোই ফের আমেরিকার নির্বাচনে নাক গলাচ্ছে রাশিয়া! মার্কিন গণতন্ত্র নষ্টের চেষ্টার অভিযোগ

Google Oneindia Bengali News

ফের একবার ২০১৬ সালের মতোই আমেরিকার নির্বাচনে নাক গলাচ্ছে রাশিয়া। সম্প্রতী এমনই তথ্য উঠে এসেছে আমেরিকার গোয়েন্দা বিভাগের তদন্তে। জানা গিয়েছে একাধারে ডোনাল্ড ট্রাম্পকে যেমন পুনঃনির্বাচিত করার জন্য কাজ করছে রাশিয়া। তেমন ভাবেই সিনেটর বার্নি স্যান্ডার্সকেও নাকি সাহায্যের হাত বাঁড়িয়ে দিয়েছে রাশিয়া। প্রসঙ্গত, ডেমক্র্যাটদের তরফে প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার দৌঁড়ে এগিয়ে রয়েছেন তিনি। এদিকে দুই জন প্রার্থীকে একসঙ্গে এভাবে সাহায্য করা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।

রাশিয়াকে কড়া হুঁশিয়ারি স্যান্ডার্সের

রাশিয়াকে কড়া হুঁশিয়ারি স্যান্ডার্সের

এদিকে নির্বাচনে স্যান্ডার্সের প্রচারণায় রাশিয়া সহযোগিতার চেষ্টা করেছে বলে রিপোর্টের পর কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন স্যান্ডার্স নিজে। রাশিয়াকে উদ্দেশ্য করে তিনি বললেন, যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে দূরে থাকো। শুক্রবার বার্নি স্যান্ডার্স বলেছেন, যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা তাকে গত মাসে জানিয়েছেন, রাশিয়া তার নির্বাচনী প্রক্রিয়ায় সহযোগিতা করার চেষ্টা করছে। এদিন ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডে বক্তব্য রাখছিলেন স্যান্ডার্স। তিনি বলেছেন, রাশিয়া কিভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করছে তা স্পষ্ট নয়।

আমেরিকায় অরাজকতা ছড়াতে ছাইছে রাশিয়া

আমেরিকায় অরাজকতা ছড়াতে ছাইছে রাশিয়া

এদিকে মনে করা হচ্ছে এভাবে আমেরিকার নির্বাচনে হস্তক্ষেপ করে রাশিয়া বকলমে সেদেশে গণতন্ত্রের উপর থেকে মানুষের বিশ্বাস তুলে দিতে চাইছে এবং সেদেশে অরাজকতা বিরাজ করাতে চাইছে।

নির্বাচনে হস্তক্ষেপ রুখতে আহ্বান স্যান্ডার্সের

নির্বাচনে হস্তক্ষেপ রুখতে আহ্বান স্যান্ডার্সের

এই বিষয়ে বার্নি স্যান্ডার্স বলেন, 'আসুন আমরা আরও স্বচ্ছ হই। রাশিয়ানরা আমাদের মাঝে বিভেদ সৃষ্টি করে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে খর্ব করার চেষ্টা করছে। বর্তমান প্রেসিডেন্টের (ডনাল্ড ট্রাম্প) মতো আমি নই। রাশিয়ে হোক বা অন্য যে কোনও বিদেশি শক্তি, তারা যদি আমাদের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায়, তাহলে এর বিরুদ্ধে কঠোর অবস্থান নেব আমি।'

কী বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট ?

কী বলছে মার্কিন গোয়েন্দা রিপোর্ট ?

এদিকে জানা গিয়েছে যে এই বিষয়ে প্রতিনিধি পরিষদের হাউজ ইন্টেলিজেন্স কমিটির একটি রুদ্ধদ্বার বৈঠক হয় ১৩ ফেব্রুয়ারি। সেখানে জানানো হয় যে রাশিয়ার পছন্দে রয়েছেন ট্রাম্প। এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে বিজয়ী করতে নভেম্বরের নির্বাচনে হস্তক্ষেপ করার উপায় খুঁজছে রাশিয়া।

English summary
Russia stirring chaos in US election again, helping Donald Trump, Bernie Sanders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X