For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেন রাশিয়া যুদ্ধ: ডনবাস ও লুহানস্কে চল্লিশটির বেশি শহর রুশ গোলাবর্ষণের মুখে রয়েছে বলে বলছে ইউক্রেন

ইউক্রেন রাশিয়া যুদ্ধ: ডনবাস ও লুহানস্কে চল্লিশটির বেশি শহর রুশ গোলাবর্ষণের মুখে রয়েছে বলে বলছে ইউক্রেন

  • By Bbc Bengali

সেভেরডোনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালাচ্ছে রুশ বাহিনী
Getty Images
সেভেরডোনেৎস্ক শহরের নিয়ন্ত্রণ নিতে লড়াই চালাচ্ছে রুশ বাহিনী

ইউক্রেন সরকার বলছে, রাশিয়ার সামরিক বাহিনী পূর্বাঞ্চলীয় ডনবাস ও লুহানস্ক প্রদেশের ৪০টিরও বেশি শহরের ওপর হামলা চালিয়েছে।

এসব হামলায় ডোনিয়েৎস্ক এবং লুহানস্কের ৪৭টি বেসামরিক লক্ষ্যবস্তুর ওপর গোলাবর্ষণ করা হয়েছে বলে ইউক্রেনের সামরিক বাহিনী জানাচ্ছে।

রাশিয়া সেখানে হাজার হাজার অতিরিক্ত সৈন্য পাঠিয়ে পাশাপাশি দুটি শহর সেভারোডোনেৎস্ক এবং লিসিচ্যানস্ক ঘিরে ফেলার চেষ্টা করছে।

ইউক্রেন থেকে বিবিসি সংবাদদাতা আযাদেহ্ মশিরি জানাচ্ছেন, ইউক্রেনে প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযানের প্রাণকেন্দ্র এখন এই ডনবাস অঞ্চল।

পুরো এলাকাটি তিনি দখল করতে চান। আর সেজন্যই সেখানে রুশ হামলা জোরদার হয়েছে। রুশ বাহিনী তিন দিক থেকে সেভারোডোনেৎস্ক এবং লিসিচ্যানস্ক শহরের দিকে এগিয়ে যাচ্ছে।

ঐ অঞ্চলে উপস্থিত সংবাদদাতারা এই শহর দুটির সংযোগকারী একটি প্রধান সড়কের ওপর একের পর এক গোলা বিস্ফোরিত হতে দেখেছেন।

এসময় সড়কের দু'পাশ থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়।

আরও পড়তে পারেন:

ইস্পাত কারখানার দখল নেয়ার পর মারিউপোলে রাশিয়ার বিজয় ঘোষণা

ইউক্রেন যুদ্ধে কী চায় রাশিয়া? কীভাবে এই যুদ্ধের সমাপ্তি ঘটতে পারে?

রাশিয়ার বিরুদ্ধে চরম নিষ্ঠুরতার অভিযোগ যুক্তরাষ্ট্রের

কয়েক সপ্তাহ ধরে অনবরত বোমাহামলায় সেভেরডোনেৎস্কের ব্যাপক অংশ মাটিতে মিশে গেছে
Reuters
কয়েক সপ্তাহ ধরে অনবরত বোমাহামলায় সেভেরডোনেৎস্কের ব্যাপক অংশ মাটিতে মিশে গেছে

সেভারোডোনেৎস্কের সামরিক-বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান ওলেকজান্ডার স্ট্রিউক জানিয়েছে, রুশ গোলার আঘাতে শহরের ৯০ শতাংশ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

ঐ শহরের ১২ থেকে ১৩ হাজার মানুষ যুদ্ধের মধ্যে আটক পড়ে আছেন বলে জানা যাচ্ছে।

লিসিচ্যানস্ক শহরে রুশ হামরায় নিহত মানুষদের গণকবর দেয়া হচ্ছে।

লুহানস্কের গভর্নর সেরহি হাইদাই পরিস্থিতিকে গুরুতর বলে বর্ণনা করে বলেছেন, ঐ এলাকা দখল করার জন্য রাশিয়া সেখানে পোড়ামাটি নীতি গ্রহণ করেছে।

বিবিসি সংবাদদাতারা বলছেন, এই শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে পারলে পুরো ওব্লাস্ট অর্থাৎ পুরো অঞ্চলটি রাশিয়ার হাতে চলে যাবে, এবং এসব শহরকে রক্ষার জন্য ইউক্রেনের বাহিনী যেসব জায়গায় ঘাঁটি গেড়ে বসে আছে, তারা মূলত অকার্যকর হয়ে পড়বে।

বিবিসি বাংলার অন্যান্য খবর:

টেক্সাসের স্কুলে হত্যাকাণ্ডের আগে ফেসবুকে বার্তা পাঠিয়েছিল বন্দুকধারী

ডাউনিং স্ট্রিটে মদের পার্টি নিয়ে রিপোর্ট, চাপে বরিস জনসন

'বঙ্গবন্ধু স্যাটেলাইটের আয় তিনশো কোটি টাকার বেশি'

শতাধিক পণ্যের ওপর নিয়ন্ত্রণমূলক শুল্ক, বেড়ে যেতে পারে দাম

English summary
Russia start bombing on many cities of Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X