For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউক্রেনের দেখানো পথেই রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড এবার যোগ দিতে চায় ন্যাটোতে

ইউক্রেনের দেখানো পথেই রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড এবার যোগ দিতে চায় ন্যাটোতে

  • |
Google Oneindia Bengali News

দুমাসের বেশি সময় ধরে যুদ্ধে চালিয়েও ইউক্রেন দখল করতে পারেনি রাশিয়া৷ এবার ইউক্রেনের দেখানো পথেই রাশিয়ার প্রতিবেশী ফিনল্যান্ড এবার যোগ দিতে চায় ন্যাটোতে। যদিও ন্যাটোতে যোগ দিয়ে চেয়ে এখনও অনুমতি পায়নি ইউক্রেন৷ তবে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সাহায্য করে আসছে ন্যাটো ও ন্যাটোভুক্ত দেশগুলি৷ এর আগেও রাশিয়ার আক্রমণের আশঙ্কার প্রকাশ করেছিল ফিনল্যান্ড।

রাশিয়ার উপর চাপ বাড়িয়েছে ন্যাটোর সদস্যরা!

রাশিয়ার উপর চাপ বাড়িয়েছে ন্যাটোর সদস্যরা!

ইউক্রেন যুদ্ধে তেমন সুবিধা করে উঠতে পারেনি রাশিয়া। ফেব্রুয়ারির ২৪ তারিখ থেকে শুরু হওয়া এই যুদ্ধে প্রথমটায় রাশিয়ার দিকে পাল্লা ভারী থাকলেও প্রবল প্রত্যাঘাত করেছে ইউক্রেন। রাশিয়ার ওপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা চাপিয়েছে ন্যাটোর দেশগুলিও। সবমিলিয়ে চাপে পড়েছে পুতিনের দেশ। এবার সেই চাপ আরও বাড়ল, ন্যাটোর সদস্য হতে চাইল তাদেরই প্রতিবেশী দেশ ফিনল্যান্ড।

কী বলছেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি?

কী বলছেন ফিনল্যান্ডের রাষ্ট্রপতি?

ফিনল্যান্ডের রাষ্ট্রপতি এবং সরকার রবিবার স্পষ্টভাবে জানিয়েছে, তারা ন্যাটোর সদস্য হতে চায়। ফিনল্যান্ডের হেলসিঙ্কিতে সাংবাদিক সম্মেলনে দেশের রাষ্ট্রপতি সাউলি নিনিস্ত্রো এবং প্রধানমন্ত্রী সান্না মারিন এই ঘোষণা করেন৷ যদিও আগামী কিছুদিনের মধ্যেই সরকারিভাবে এই আবেদন করতে হবে ফিনল্যান্ডকে। যদিও সাংবাদিক সম্মেলনে এই ঘোষণার পর তা নিতান্তই আনুষ্ঠানিক হয়ে দাঁড়িয়েছে৷ সেক্ষেত্রে সরকারি একটি আবেদনপত্র পৌঁছোবে ন্যাটোর সদর দফতরে৷ মনে করা হচ্ছে, আগামী সপ্তাহের মাঝামাঝি ব্রাসেলসে এই আবেদনপত্র পৌঁছে যাবে৷

ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটো!

ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ন্যাটো!

বিশ্ব অর্থনীতি, রাজনীতির পাশাপাশি কূটনীতিতেও প্রভাব পড়েছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের। ইউরোপের বিভিন্ন দেশগুলি রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে। চাপে পড়েছে রাশিয়াও। সেখানের নাগরিকদের ভুগতে হচ্ছে কঠিন পরিস্থিতিতে। মনে করা হচ্ছিল, মার্চমাসের শেষের দিকেই অভিযান শেষ করবে রাশিয়ান সেনা৷ তবে মে মাসের অর্ধেক পেরোলেও তা বাস্তবে ঘটেনি। ইউক্রেন ন্যাটোর সদস্য দেশ না হলেও তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সামরিক ও অন্যান্য দিক দিয়ে সাহায্য করছে ন্যাটোর সদস্য দেশগুলিও৷

কেন ন্যাটোর সদস্য হতে চায় ফিনল্যান্ড?

কেন ন্যাটোর সদস্য হতে চায় ফিনল্যান্ড?

মূলত বৈদেশিক সাহায্যের দরুনই রাশিয়ার মতো প্রবল প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখতে পেরেছে ইউক্রেন। শুধু তাই নয়, কিছু কিছু প্রদেশ পুনর্দখলও করেছে ইউক্রেন সেনা। সেখানের বিচ্ছিন্নতাবাদীদের শায়েস্তা করছে জেলেনেস্কি সরকার৷ এমতাবস্থায় রাশিয়ার প্রতিবেশী দেশ হিসেবে ফিনল্যান্ডের যথেষ্ট গুরুত্ব রয়েছে। তবে এবার তারাও হাত মেলাতে চলেছে ন্যাটোর সঙ্গে।

রাশিয়ার কাজে ভীত ফিনল্যান্ড!

রাশিয়ার কাজে ভীত ফিনল্যান্ড!

বিশেষজ্ঞদের একটা বড় অংশের মতে, রাশিয়ার সাম্রাজ্যবাদী নীতিতে রীতিমতো ভয়ভীত ফিনল্যান্ড। ঠিক সেই কারনেই নিজেদের সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। ভবিষ্যতে যদি রাশিয়া ফিনল্যান্ড আক্রমণ করে, ন্যাটোর সদস্য দেশ হিসেবে আমেরিকাকে সরাসরি পাশে পাবে তারা। সমানে সমানে যুদ্ধ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে সেক্ষেত্রে। বিপক্ষে আমেরিকাকে দেখে সহজে যুদ্ধে জড়াতে চাইবে না কোনও দেশই৷

পদত্যাগ করতে পারেন চিনের রাষ্ট্রপতি, দ্রুত ছড়াচ্ছে খবর পদত্যাগ করতে পারেন চিনের রাষ্ট্রপতি, দ্রুত ছড়াচ্ছে খবর

English summary
Russia's neighbor Finland wants to join NATO in the same way as Ukraine
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X