For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়ার রাস্তায় সিংহ ছেড়ে পুটিন মানুষকে ঘরবন্দি করছেন! আজব 'ফেক নিউজ'এ তোলপাড় নেটপাড়া

রাশিয়ার রাস্তায় সিংহ ছেড়ে পুটিন মানুষকে ঘরবন্দি করছেন! আজব 'ফেক নিউজ'এ তোলপাড় নেটপাড়া

  • |
Google Oneindia Bengali News

রাশিয়ায় কোভিড হানা দিতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে সেদেশের প্রেসিডেন্ট সাফ বার্তায় জানিয়েছেন , হয় গৃহবন্দি থাকতে হবে নয়তো জেলবন্দি। এমন ফেক নিউজ সোশ্যাল মিডিয়া জুড়ে ঘুরছে। গোটা রাশিয়া জুড়ে একাধিক ফেক নিউজ উঠে আসছে করোনা ভাইরাস নিয়ে। তারমধ্যে অন্যতম সিংহের ঘটনা।

 সিংহ নিয়ে 'ফেক নিউজ'

সিংহ নিয়ে 'ফেক নিউজ'

কয়েকদিন আগেই রাশিয়ার শহরের রাস্তায় একটি সিংহের চলাচল করার ছবি পোস্ট হয় সোশ্যাল মিডিয়ায়। এপরই সেই ছবি নিয়ে শুরু হয় ফেক নিউজ। সেখানে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট পুটিন রাস্তায় ৮০০টি সিংহ ছেড়ে দিয়েছেন, যাতে মানুষ রাস্তায় না বের হন! এমন আজব ফেক নিউজ নিয়ে তোলপাড় রাশিয়া।

সিংহই নয় বাঘেরও কথা বলা হচ্ছে

সিংহই নয় বাঘেরও কথা বলা হচ্ছে

আরও একটি ভুয়ো তথ্য সম্পন্ন পোস্ট বলছে রাশিয়ায় শুদু সিংহই নয়, বাঘেদেরও রাস্তায় ছেড়ে দিয়েছেন পুটিন, যাতে মানুষজন বাড়িতে থাকেন। যা নেট দুনিয়ায় করোনার মতোই ছড়িয়ে যাচ্ছে ও বিশ্বাস যোগ্য হয়ে উঠছে।

 করোনা চ্যালেঞ্জ রাশিয়ায়

করোনা চ্যালেঞ্জ রাশিয়ায়

রাশিয়ায় এই মুহূর্তে করোনার বলি ১ জন। অসমর্থিত সূত্রের দাবি ৩০৬ জন সেদেশে আক্রান্ত। এমন পরিস্থিতিতে ইউরোপ যখন মহামারীর গ্রাসে তখন রাশিয়ার কাছে করোনা মোকাবিলা বড় চ্যালেঞ্জ।

English summary
Russia fight fake news on coronavirus, which syas Putin put Lion on street
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X