For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গুপ্তচর হামলা বিতর্কে পাল্টা ৬০জন মার্কিন কূটনীতিককে বহিষ্কার রাশিয়ার

আমেরিকা ৬০জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করার পরে মস্কোও পাল্টা ৬০ জনকে বহিষ্কার করে দূতাবাসই বন্ধ করে দিল।

  • |
Google Oneindia Bengali News

ব্রিটেনে গুপ্তচরের উপরে হামলার ঘটনায় রাশিয়ার উপরে দায় চাপিয়ে ভ্লাদিমির পুতিনের দেশকে একঘরে করার চেষ্টা করছে ইউরোপ ও আমেরিকা। ব্রিটেনে রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করার পরে পাল্টা মস্কোও ২৩জনকে বহিষ্কার করে। সেই থেকে কূটনীতিক বহিষ্কারের খেলা চলছে সমানে।

গুপ্তচর হামলা বিতর্কে পাল্টা ৬০জন মার্কিন কূটনীতিক বহিষ্কৃত

তারপরে ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ এমনকী আমেরিকা, অস্ট্রেলিয়াও ব্রিটেনের পাশে দাঁড়িয়ে রাশিয়ার সমালোচনা করেছিল। আমেরিকা ৬০জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করার পরে মস্কোও পাল্টা ৬০ জনকে বহিষ্কার করে দূতাবাসই বন্ধ করে দিল।

রাশিয়ার বিদেশ মন্ত্রক জানিয়েছে, মস্কোর ৫৮ জন কূটনীতিক ও ইয়েকাটেরিনবার্গ থেকে ২ জন জেনারেল কনস্যুলেট অফিশিয়ালকে বহিষ্কার করা হয়েছে। সঙ্গে রাশিয়া এটাও জানিয়েছে, রাশিয়ান কূটনীতিকদের বহিষ্কার করা হলে তার প্রত্যুত্তরে যোগ্য ফল ভুগতে হবে।

প্রসঙ্গত, এর আগে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা সিয়াটেলে রুশ দূতাবাস বন্ধ করে ৬০ জন রুশ কূটনীতিককে বরখাস্ত করে। ইউরোপীয় ইউনিয়ন মিলিয়ে ৯০জন রাশিয়ান কূটনীতিককে বহিষ্কার করা হয়েছে। এর জবাবেই রাশিয়া মার্কিন কূটনীতিককে বহিষ্কার করেছে।

English summary
Russia responds in diplomatic row over UK spy attack; expels 60 US diplomats, to shut consulate
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X