For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিড–১৯–এর বিরুদ্ধে ৯০ শতাংশের বেশি কার্যকর, ভ্যাকসিন নিয়ে ফাইজারের পর দাবি রাশিয়ার

কোভিড–১৯–এর বিরুদ্ধে ৯০ শতাংশের বেশি কার্যকর, ভ্যাকসিন নিয়ে ফাইজারের পর দাবি রাশিয়ার

Google Oneindia Bengali News

ফাইজারের পর এবার রাশিয়াও দাবি করল যে তাদের স্পুটনিক ভি কোভিড–১৯ ভ্যাকসিন করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে ৯২ শতাংশ কার্যকর। রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড (‌আরডিআইএফ)‌ বুধবার এই তথ্য জানিয়েছে অন্তর্বর্তী ট্রায়ালের ওপর নির্ভর করে।

কোভিড–১৯–এর বিরুদ্ধে ৯০ শতাংশের বেশি কার্যকর, ভ্যাকসিন নিয়ে ফাইজারের পর দাবি রাশিয়ার


বিশ্বের মধ্যে রাশিয়াই প্রথম যারা করোনা ভ্যাকসিনের জন্য অগাস্টেই নিজেদের নাম নথিভুক্ত করিয়েছিল। গামেলেয়া রিসার্চ ইনস্টিউট ও রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের যৌথ উদ্যোগে তৈরি এই ভ্যাকসিন বর্তমানে মস্কোতে শেষ পর্যায়ের ট্রায়ালে রয়েছে। রাশিয়ায় যে সমস্ত নাগরিককে ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া হয়েছে, তাদের রিপোর্টের ভিত্তিতেই এই তথ্য। প্রথম ১৬ হাজার স্বেচ্ছাসেবীকে দু’‌বার করে করোনা ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছিল এবং তাঁরা সকলে সুস্থ রয়েছেন।

জানা গিয়েছে, তৃতীয় পর্যায়ের ট্রায়াল চলছে মস্কোর ২৯টি ক্লিনিকে এবং সেখানে ৪০ হাজার স্বেচ্ছাসেবী যোগদান করেছেন। অন্যদিকে এক–চতুর্থাংশকে প্লেসবো শট দেওয়া হয়েছে। দেখা গিয়েছে, যাঁদের স্পুটনিক–ভি ভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে তাঁদের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ হওয়ার সম্ভাবনা ৯২ শতাংশ কম প্লেসবো নিয়েছে এমন স্বেচ্ছাসেবীদের তুলনায়। আরডিআইএফ প্রধান কিরিল দিমেত্রি বলেন, '‌আমরা যে পরীক্ষা করেছি সেখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এটা বলছি যে আমাদের ভ্যাকসিন বেশি কার্যকর।’‌

প্রসঙ্গত, মার্কিন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ফাইজার ও বায়োএনটেক সোমবারই সাংবাদিক বৈঠক করে জানায়, তৃতীয় ট্রায়ালে তাদের তৈরি করোনা ভ্যাকসিন ৯০ শতাংশেরও বেশি কার্যকর। এরপরই রাশিয়ার পক্ষ থেকে এই ঘোষণা করা হয়। এরই মধ্যে ভারতও জানিয়েছে যে তাদের ১০০ জন স্বেচ্ছাসেবী স্পুটনিক–ভি ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেবে।

কর সন্ত্রাসবাদ থেকে ক্রমেই স্বচ্ছতার রাস্তায় এগিয়ে চলেছে ভারত, বার্তা মোদীর কর সন্ত্রাসবাদ থেকে ক্রমেই স্বচ্ছতার রাস্তায় এগিয়ে চলেছে ভারত, বার্তা মোদীর

English summary
Russia's Sputnik V is more than 90 percent effective against the coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X