For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইয়েমেনে সাময়িক যুদ্ধবিরতির ডাক দিল রাশিয়া ও রেডক্রস

  • |
Google Oneindia Bengali News

মানবিক কারণে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইয়েমেনে সৌদি আরবের বিমান হামলা বন্ধের আবেদন জানিয়েছে রাশিয়া। আন্তর্জাতিক সংস্থা রেডক্রসের তরফেও একই আহ্বান জানানো হয়েছে।

গতকাল শনিবার নিরাপত্তা পরিষদের এক জরুরি বৈঠকে ইয়েমেন নিয়ে নিজেদের আবস্থান ব্যাখ্যা করে এই আবেদন জানানো হয়। রাষ্ট্রসংঘের তরফে তখন জানানো হয়েছে যে রাশিয়ার যুদ্ধবিরতির আবেদন বাস্তবায়িত করতে হলে পরিষদের সদস্যদের আরও সময় প্রয়োজন।

ইয়েমেনে সাময়িক যুদ্ধবিরতির ডাক দিল রাশিয়া ও রেডক্রস


এব্যাপারে নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি ডিনা কাওয়ার বলেছেন, "ইয়েমেনে মানবিক দিক বিবেচনা করে সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব রাশিয়া দিয়েছে। হামলার কারণে দীর্ঘ সময় ধরে ইয়েমেনে যে অবস্থা চলছে সেই বিষয়েও উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। তবে তাঁদের দেওয়া প্রস্তাবটি বিবেচনার জন্য নিরাপত্তা পরিষদের আরও সময় দরকার।"

এর আগে ওষুধ ও নানা জরুরি পথ্য ইয়েমেনে পৌঁছে দিতে রেডক্রসের তরফেও অনুরোধ জানানো হয়। এরকম না করলে বহু নিরপরাধ মানুষ অকালে প্রাণ হারাবেন বলেও আশঙ্কা প্রকাশ করে রেডক্রস।

প্রসঙ্গত, শিয়াপন্থী 'হুতি' বিদ্রোহীদের পরাজিত করতে গত দশ দিন ধরে ইয়েমেনে বিমান হামলা চালাচ্ছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের দক্ষিণে এডেন শহরে চলছে তীব্র লড়াই। রাষ্ট্রপুঞ্জের দেওয়া হিসাব বলছে, গত দশ দিনের লড়াইয়ে ইয়েমেনে অন্তত পাঁচ শতাধিক মানুষ নিহত হয়েছেন, আহতের সংখ্যা প্রায় দু'হাজারের কাছাকাছি।

English summary
Russia and Red Cross appeals for 'humanitarian pause' in Yemen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X