For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চার্চে যাবেন ট্রাম্প, ওয়াশিংটনে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর রবার বুলেট ও কাঁদানে গ্যাস

Google Oneindia Bengali News

করোনা সংক্রমণের মধ্যেই কৃষ্ণাঙ্গ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল আমেরিকা। রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন মার্কিন নাগরিকরা। প্রতিবাদ চলে হোয়াইট হাউজের সামনেও। প্রতিবাদ থেকে বাঁচতে দুইদিন আগেই বাঙ্কারে লুকোতে বাধ্য হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আর চার্চে যাবেন বলে এবার বিক্ষোভকারীদের উপর অকারণে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়তে দেখা গেল পুলিশকে।

ট্রাম্পের প্রতিশ্রুতি

ট্রাম্পের প্রতিশ্রুতি

এদিকে মিনিয়াপলিসে কৃষ্ণাঙ্গ যুবকের মৃত্যুর প্রতিবাদে উত্তাল পরিস্থিতির মধ্যে প্রতিশ্রুতি দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তিনি জানান, পুলিশ হেপাজতে মৃত কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েড ও তার পরিবার বিচার পাবে। এই বিষয়ে তিনি ও তাঁর প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ৷

কী বললেন ট্রাম্প?

কী বললেন ট্রাম্প?

তিনি বলেছেন, 'জর্জ ফ্লয়েডের নিষ্ঠুর হত্যার প্রতিবাদে বিদ্রোহী হয়ে উঠেছে অ্যামেরিকানরা৷ জর্জ ও তাঁর পরিবার যাতে সঠিক বিচার পায় সেই বিষয়ে আমার প্রশাসন প্রতিজ্ঞাবদ্ধ৷ প্রেসিডেন্ট হিসেবে অ্যামেরিকার মানুষ ও এই দেশকে রক্ষা করা আমার প্রথম কাজ৷'

কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত

কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত

এদিকে কৃষ্ণাঙ্গ হত্যা নিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ অব্যাহত৷ সোমবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাসভবন হোয়াইট হাউস ঘেরাও করে রেখেছিল আন্দোলনকারীরা৷ তারপরই সুরক্ষার কথা মাথায় রেখে অ্যামেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আন্ডারগ্রাউন্ড বাঙ্কারে কিছু সময়ের জন্য রাখা হয় । ওই বাঙ্কারে প্রায় এক ঘণ্টা মতো ছিলেন ট্রাম্প। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস, রবার বুলেট ছোড়ে পুলিশ৷

বর্তমানে আমেরিকার প্রায় ৪০টি শহরে জারি করা হয়েছে কার্ফু

বর্তমানে আমেরিকার প্রায় ৪০টি শহরে জারি করা হয়েছে কার্ফু

বর্তমানে আমেরিকার প্রায় ৪০টি শহরে জারি করা হয়েছে কার্ফু। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল জানিয়েছেন রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত কার্ফু জারি হয়েছিল। তার মেয়াদও বাড়ানো হয়েছে। যেসব শহরে কার্ফু জারি হয়েছে, তার মধ্য ওয়াশিংটন ডিসি ছাড়াও রয়েছে মিনিয়াপোলিস, নিউ ইয়র্ক, শিকাগো, আটলান্টা, মিয়ামি, পোর্টল্যান্ড, সান ফ্রান্সিস্কো রয়েছে।

পুলিশ হেপাজতে জর্জ ফ্লয়েডের খুনের অভিযোগ

পুলিশ হেপাজতে জর্জ ফ্লয়েডের খুনের অভিযোগ

মিনিয়াপলিস পুলিশ হেপাজতে থাকাকালীন একজন আফ্রিকান-আমেরিকান বন্দিকে খুনের অভিযোগ ওঠে৷ এরপরই দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়৷ প্রসঙ্গত, ডোনাল্ড ট্রাম্প এর আগে মিনেপলিস বিক্ষোভকারীদের "ঠগ" বলেছিলেন ও তাঁদের উপর গুলি চালানোর হুমকি দিয়েছিলেন।

 ভিডিও ভাইরাল হয়

ভিডিও ভাইরাল হয়

প্রসঙ্গত, গত সপ্তাহে একটি ভিডিও ভাইরাল হয়, যাতে দেখা যায়, পুলিশি হেপাজতে থাকাকালীন জর্জ ফ্লয়েড নামে এক বন্দীর উপর পুলিশ অফিসার ডেরেক চৌভিন অত্যাচার করছে। অভিযোগ, প্রায় ৮ মিনিট ৪৬ সেকেন্ড ধরে চৌভিন তার হাঁটু দিয়ে ফ্লয়েডের গলা চেপে রাখে। যখন তার উপর এই অমানবিক নির্যাতন চলছিল, তখন ফ্লয়েডের হাত বাঁধা এবং সে নিরস্ত্র ছিল।

<strong>আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বণিক সভায় প্রধানমন্ত্রীর ৫ দাওয়াই, কী বললেন মোদী?</strong>আত্মনির্ভর ভারত গড়ার লক্ষ্যে বণিক সভায় প্রধানমন্ত্রীর ৫ দাওয়াই, কী বললেন মোদী?

English summary
rubber bullet and tear gas used at portesters as donald trump walked to church from white house
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X