For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বৌদ্ধ-মুসলিম সংঘর্ষে উত্তাল শ্রীলঙ্কা, নেপথ্যে কি রোহিঙ্গা যোগ, জানুন বিস্তারিত

সাম্প্রদায়িক সমস্যা জর্জরিত শ্রীলঙ্কা এদিন জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়। সেদেশের অন্যতম বড় জেলা ক্যান্ডি হিংসার আগুনে জ্বলতে শুরু করেছে।

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রদায়িক সমস্যা জর্জরিত শ্রীলঙ্কা এদিন জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়। সেদেশের অন্যতম বড় জেলা ক্যান্ডি হিংসার আগুনে জ্বলতে শুরু করেছে। দুটি সম্প্রদায়ের সংঘর্ষের আঁচ ছড়াচ্ছে দেশের অন্যান্য জায়গাতেও। তবে কোন ঘটনা থেকে এই অগ্নিগর্ভ পরিস্থিতির সূত্রপাত একবার নজর দেওয়া যাক সেদিকে।

ঘটনার সূত্রপাত

ঘটনার সূত্রপাত

৫ মাস আগে দক্ষিণ এশিয়ায় মায়ানমার তখন রোহিঙ্গা মুসলিম সমস্য়ায় জর্জরিত । সেই সময়ে মায়ানমার থেকে ক্রমেই পালিয়ে প্রাণ বাঁচাচ্ছিলেন বহু রোহিঙ্গা মুসলিম। প্রতিবেশি বাংলাদেশ বহু মানুষ আশ্রয় নিয়েছিলেন। এমনই এক সময়ে সমুদ্রে নৌকা ভর্তি ৩১জন রোহিঙ্গাকে ডুবে যেতে দেখে শ্রীলঙ্কার নৌসেনা। আর তাঁদের উদ্ধার করে আশ্রয় দেয় শ্রীলঙ্কা।

[আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গায় অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, ঘোষিত হল জরুরি অবস্থা ][আরও পড়ুন: সাম্প্রদায়িক দাঙ্গায় অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, ঘোষিত হল জরুরি অবস্থা ]

শ্রীলঙ্কায় রোহিঙ্গা আশ্রয়

শ্রীলঙ্কায় রোহিঙ্গা আশ্রয়

শ্রীলঙ্কায় সেই সময়ে ক্রমেই অনুপ্রবেশ করেত শুরু করে রোহিঙ্গা মুসলিমরা। যে ঘটনা কিছুতেই মেনে নিতে পারেনি শ্রীলঙ্কার বৌদ্ধরা। তাঁরা এই ঘটনার প্রতিবাদ জানাতে থাকেন । এদিকে, যতদিন না ওই রোহিঙ্গাদের ফিরে যাওয়ার প্রক্রিয়াকরণ চলছিল ,তাঁরা শ্রীলঙ্কার এক ত্রাণ শিবিরে থাকতে শুরু করেন।

হামলা বৌদ্ধ সন্ন্যাসীদের

হামলা বৌদ্ধ সন্ন্যাসীদের

জানা গিয়েছে, শ্রীলঙ্কার যে ত্রাণশিবিরে ওই রোহিঙ্গা মুসলিমরা আশ্রয় পেয়েছিলেন , সেখানে হামলা চালান বৌদ্ধ সন্ন্যাসীরা। তাঁদের সঙ্গে যোগ দেন আরওবহ বৌদ্ধরা। ক্রমেই শ্রীলঙ্কাতে রোহিঙ্গাদের আশ্রয় নিয়ে ক্ষোভে ফুটতে থাকেন বৌদ্ধরা।

মায়ানমারের সঙ্গে শ্রীলঙ্কার যোগ ও বৌদ্ধ সম্প্রদায়

মায়ানমারের সঙ্গে শ্রীলঙ্কার যোগ ও বৌদ্ধ সম্প্রদায়

মায়ানমার থেকে যখন রোহিঙ্গারা বেরিয়ে যাচ্ছেন, তখন শ্রীলঙ্কাকে তাঁদের আশ্রয় দেওয়া নিয়ে প্রতিবাদ উঠতে থাকে বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে। এই প্রতিবাদের নেতৃত্ব দেন বৌদ্ধ সন্ন্যাসীরা। সূত্রের খবর এই বৌদ্ধ সন্নাস্যীদের সঙ্গে যোগ ছিল মায়ানমারের উগ্রবাদী বৌদ্ধ সংগঠনগুলির।

সমস্যার বড় দিক

সমস্যার বড় দিক

একটি রিপোর্টের তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কায় ২৬ বছরের গৃহযুদ্ধে তামিল টাইগারদের পতনের পর, মনে করা হয়েছিল প্রশাসন সংখ্যা লঘিষ্ঠদের প্রতি নজর দেবে। মূলত তামিল ও বৌদ্ধদের প্রতি প্রশাসন আরও য়ত্নবান হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু রোহিঙ্গাদের শ্রীলঙ্কা প্রবেশের পর থেকে বদলায় ছবিটা। ফলে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে সংঘর্ষ চলে। ভাঙচুর হ.য় একাধিক স্থাপত্য।

English summary
Main Problem behind communal clashes in srilanka .Ronhingya issue behind communal clashes in Sri Lanka.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X