রোহিঙ্গা বোঝাই নৌকা আটক করল মায়ানমার সেনা
১৭৩ জন রোহিঙ্গাকে নিয়ে নৌকা পাড়ি দিয়েছিল বাংলাদেশের পথে। জলসীমান্তের কাছে নৌকাটির সন্দেহজনক গতিবিধি দেখতে পেয়ে আটক করে মায়ানমারের নৌসেনা। আটক করা হয় ১৭৩ রোহিঙ্গাকে। তাদের মধ্যে ২২টি শিশুও রয়েছে। মায়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, গত রবিবার কাওয়াথুং টাউনশিপের কাছে সমুদ্রে নৌকাটিকে দেখা গিয়েছিল। তারপরেই নৌবািহনীর কাছ থেকে সমুদ্রে নৌকাটির সন্দেহজনক গতিবিধির খবর পাওয়া যায়।

মায়ানমার সরকার রোহিঙ্গা দমনে গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। মায়ানমার সেনার হাত থেকে বাঁচতে প্রায় ৭৩০, ০০০ জন রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। এই নিয়ে মায়ানমার সরকারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে রাষ্ট্রপুঞ্জ। প্রশ্ন উঠেছে মানবাধিকার নেত্রী এবং মায়ানমার সরকারের প্রধান আন সান সু কি-র মানবাধিকার রক্ষার নীতি নিয়েও।
ভারতের পক্ষ থেকে রোহিঙ্গাদের মায়ানমারে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ শুরু হয়েছে। কিন্তু রোহিঙ্গারা কিছুতেই মায়ানমারে ফিরতে চাইছেন না। বাংলাদেশে এখও অসংখ্য রোহিঙ্গা শরণার্থী রয়ে গিয়েছেন।