For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সুনক, তবে পেরোতে হবে অনেক বাধা

Array

Google Oneindia Bengali News

ইংল্যান্ডে প্রধানমন্ত্রী বরিস জনসনের স্থলাভিষিক্ত হওয়ার প্রতিদ্বন্দ্বিতা পুরোদমে চলছে। লড়াইয়ে আছে এক জন দু'জন নয়। আছেন সবমিলিয়ে ১১ জন। তবে এঁদের মধ্যে অনেকের সম্ভাবনাই ক্ষীণ কারণ তাঁরা সমর্থন পাবেন খুব কম জনের। তবে এই দৌড়ে এগিয়ে রয়েছেন ঋষি সুনক।

ব্রিটিশ প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে আছেন সুনক, তবে পেরোতে হবে অনেক বাধা

ক্ষমতাসীন টোরি দলের নেতা যিনি হবেন তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রীর পদও পাবেন। আগামী নির্বাচনে তিনিই নেতৃত্ব দেবেন। এমনটাই মিলছে খবর। নেতৃত্বের প্রতিযোগিতার আয়োজনকারী ব্যাকবেঞ্চ টোরি এমপিদের ১৯২২ কমিটি বারকে উত্থাপন করেছে। ১১ জুলাই সন্ধ্যায় ঘোষণা করা হয়, ১২ জুলাই দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে এই পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে।

নেতৃত্বের লড়াইয়ে মনোনয়ন দাখিলের জন্য মাত্র ছয় ঘণ্টা সময় দেওয়া হয়। প্রতিটি প্রার্থীকে এটি করার জন্য কমপক্ষে ২০জন এমপির সমর্থনের প্রয়োজন হবে এবং প্রতিটি প্রার্থীকে তাদের প্রচারে ৩ লক্ষ ইউরোো খরচ করার অনুমতি দেওয়া হবে।

এবার প্রায় প্রতিটি প্রার্থীর সমর্থনের পরিমাণ ৮ জন থেকে ২০ জনে বাড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার প্রথম দফা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। যে কেউ ৩০ এর কম ভোট পেয়েছেন বৃহস্পতিবার অন্য ভোটের আগে তাকে বাদ দেওয়া হবে।

বরিস জনসনের মন্ত্রিসভায় একাধিক ব্যক্তির নাম পরবর্তী ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে উঠে এসেছে। ব্রিটিশ সংসদে মোট ৩৫৮ জন কনজারভেটিভ পার্টির সাংসদ রয়েছেন। তাঁরা প্রথমে ভোট দিয়ে ব্রিটেনের ব্রিটিনের প্রধানমন্ত্রীর প্রার্থীর তালিকাকে দুইয়ে নামিয়ে আনবেন। এরপরে কনজারভেটিভ দলের ১৮০,০০০ বা তার বেশি সদস্য ভোট দিয়ে তাঁদের নেতাকে নির্বাচিত করবেন। সেই কনজারভেটিভ দলের নেতা ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হবেন।

বরিস জনসনের প্রধানমন্ত্রীকালে ঋষি সুনক ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। বরিস জনসনের পর তাঁকেই ব্রিটিশ সংসদে সব থেকে শক্তিশালী নেতা হিসেবে মনে করা হয়। করোনা মহামারীর সময় তিনি একাধিক সিদ্ধান্ত নিয়েছিলেন, যার মাধ্যমে তিনি সাধারণ মানুষের মন জয় করেছিলেন। তাঁকেই বরিসের উত্তরসূরি মনে করা হতো। পার্টিগেট কেলেঙ্কারিতে জনসনের পাশাপাশি তাঁকেও জরিমানার মুখে পড়তে হয়। যার জেরে জনপ্রিয়তা কমতে থাকে।

সুনক, ভারতীয় বংশোদ্ভূত এবং তবে তাঁর জন্ম সাউদাম্পটনে ১২ মে ১৯৮০ সালে। তার বাবা ন্যাশনাল হেলথ সার্ভিসে একজন জেনারেল প্র্যাকটিশনার ছিলেন। তাঁর মা তার নিজের ফার্মেসি চালাতেন। প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে তিনি হবেন ব্রিটেনের প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী।

English summary
the road to be prime minister of England will be not easy for rishi sunak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X