For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যে নিখোঁজ এমএইচ ৩৭০ এর খোঁজ এনে দিতে পারবে তাকে পুরস্কার : মালয়েশিয়া

আর সেই কথা মাথায় রেখেই এবার এমএইচ ৩৭০ এর খোঁজ যে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল মালয়েশিয়া সরকার।

  • |
Google Oneindia Bengali News

কুয়ালালামপুর, ১৯ জানুয়ারি : নিখোঁজ মালেয়েশিয়ার বিমান এমএইচ ৩৭০ এর অনুসন্ধান আচমকা থমকে যাওয়ায় হতাশ বিমানের যাত্রীর পরিবার। ৩ বছর ধরে চলা লম্বা এই বিমান অনুসন্ধান পর্ব মাঝপথে থেমে যাওয়ায় রহস্য রয়েই গিয়েছে । আর সেই কথা মাথায় রেখেই এবার এমএইচ ৩৭০ এর খোঁজ যে দিতে পারবে তাকে পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করল মালয়েশিয়া সরকার।

মালয়েশিয়ার ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার জানিয়েছেন, যে প্রাইভেট সংস্থা বিমানটিকে খোঁজার উদ্যোগ নেবে তাকেই পুরস্কার দেওয়া হবে। মূলত তারা বিমানের ধ্বংসাবেশেষ নির্দিষ্ট করে খুঁজে বার করবার কথা বলেছেন।

যে নিখোঁজ এমএইচ ৩৭০ এর খোঁজ এনে দিতে পারবে তাকে পুরস্কার : মালয়েশিয়া

কিছুদিন আগেই অনুসন্ধানকারী দলের এই কাজ বন্ধ করে দেওয়া হয়। অস্ট্রেলিয়া , চীন, মালয়েশিয়া একযোগে চালাচ্ছিল এই অনুসন্ধানের কাজ। যদিও শেষমেশ হতাশাজনক ভাবেই শেষ করতে হয় গোটা অনুসন্ধানের পর্ব।

২০১৪ সালের ৮ মার্চে বিমানটি নিখোঁজ হওয়ার পর থেকেই আশা নিরাশার মধ্যেই চলতে থাকে অনুসন্ধান কাজ। অস্ট্রেলিয়ার জয়েন্ট এজেন্সি কোয়ার্ডিনেশনের সাহায্যে প্রত্যন্ত এলাকায় চলে বিমানের খোঁজ। পরবর্তীকালে মাদাগাস্কারের কাছে বিমানের একটি উইং ফ্ল্যাপ পাওয়া গেলেও তথ্য প্রমাণ নিয়ে বিস্তর জলঘোলা হয়। গোটা অনুসন্ধান পর্বে খরচ হয়েছে প্রায় ১৬০ মিলিয়ন মার্কিন ডলার।

English summary
malaysia to offer ,reward for missing flight.Any private company that found the fuselage will be given this reward.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X