ভূমিধস ভাসিয়ে নিয়ে গেল একের পর এক গাড়ি, দেখুন ভাইরাল ভিডিও
প্রকৃতি মানুষের ওপর নয়, মানুষই প্রকৃতির ওপর নির্ভরশীল। সাধারণভাবে টর্নেডো, হ্যারিকেন কিংবা সাইক্লোন একের পর এক শহর কিংবা গ্রামের ক্ষতি করে কিংবা নিশ্চিহ্ন করে দেয়। তবে ভূমিধস যে কয়েক মিনিটের মধ্যে মানুষ এবং সম্পত্তির ক্ষতি করতে পারে তা আর বলার অপেক্ষা রাখে না।

পূর্ব চিনের ফুজিয়ানের বাসিন্দারা সম্প্রতি প্রত্যক্ষ করেছেন ভূিধসের যা ভাসিয়ে নিয়ে গিয়েছে রাস্তার ধারে রাখা একের পর এক গাড়ি। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এই ভূমিধস রাস্তার ডান দিকে পার্ক করে রাখা গাড়িগুলিকে ভাসিয়ে নিয়ে যায়নি, রাস্তার অপর পারে থাকা সব গাড়ি ভাসিয়ে নিয়ে গিয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী বৃহস্পতিবার
ঘটনাটি ঘটে জিয়াংসেন রোডে। তবে ঘটনার পরেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঝাঁপিয়ে পড়ে স্থানীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।
যদিও এই ঘটনায় কোনও আহত কিংবা মৃত্যুর খবর পাওয়া যায়নি।