For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মঙ্গলে মাটির এক ইঞ্চি নিচেই বরফের আস্তরণ! অবতরণের জায়গা খুঁজতে নয়া আবিষ্কার

মঙ্গলে মহাকাশচারী পাঠাবে নাসা। তাই মঙ্গলপৃষ্ঠে অবতরণের জায়গা খুঁজতে শুরু করেছেন বিজ্ঞানীরা। এই কাজে নেমেই সামনে এসে গেল চাঞ্চল্যকর এক তথ্য।

  • |
Google Oneindia Bengali News

মঙ্গলে মহাকাশচারী পাঠাবে নাসা। তাই মঙ্গলপৃষ্ঠে অবতরণের জায়গা খুঁজতে শুরু করেছেন বিজ্ঞানীরা। এই কাজে নেমেই সামনে এসে গেল চাঞ্চল্যকর এক তথ্য। মঙ্গলে বরফের সন্ধান পেয়ে গিলেন গবেষকরা। সম্প্রতি আমেরিকান জিওগ্রাফিকাল ইউনিয়ন নামে এক জার্নালে প্রকাশিত হয়েছে এই বিষয়ক এক প্রতিবেদন।

এক ইঞ্চি নিচে বরফের আস্তরণ

এক ইঞ্চি নিচে বরফের আস্তরণ

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলপৃষ্ঠের মাত্র এক ইঞ্চি নিচেই রয়েছে বরফের আস্তরণ। গবেষকরা বলছেন, মঙ্গল-পৃষ্ঠে একটা বেলচা মারলেই উঠে আসবে জল। জলের জন্য মাটি খোঁড়ারও প্রয়োজন নেই। আর মঙ্গলপৃষ্ঠে এভাবে বরফের আস্তরণ খুঁজেই অবতরণের স্থান পছন্দ করছেন গবেষকরা।

কেন মাটির নীচে বরফাকারে জল জমে

কেন মাটির নীচে বরফাকারে জল জমে

এই গবেষণায় জানা গিয়েছে মঙ্গল গ্রহের এই জল কেন মাটির নীচে জমা হয়েছে বরফের আকারে, তার কারণও জানিয়েছেন গবেষকরা। তাঁরা জানিয়েছেন, লাল গ্রহের মেরু অঞ্চলে বায়ুমণ্ডলের চাপ কম থাকায় মঙ্গলপৃষ্ঠে জল খুব তাড়াতাড়ি গ্যাসে পরিণত হয়।

তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে পরীক্ষা

তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে পরীক্ষা

গবেষকরা জানিয়েছেন, মঙ্গল মেরু ও মধ্য অক্ষাংশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে মাটির নীচে জল রয়েছে। তাপ সংবেদনশীল যন্ত্র ব্যবহার করে মঙ্গলপৃষ্ঠের উষ্ণতা পর্যবেক্ষণ করা হচ্ছে। এই পর্যবেক্ষণেই উঠে আসছে মঙ্গলপৃষ্ঠের নীচে কোথায় বরফ রয়েছে। সেইমতোই অবতরণের উপযুক্ত স্থান কোথায় হবে তা নির্ণয় করতে চাইছে বিজ্ঞানীরা।

বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মিছিলে কাঁদানে গ্যাস, নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত দিল্লিওবিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মিছিলে কাঁদানে গ্যাস, নাগরিকত্ব আইনের প্রতিবাদে উত্তপ্ত দিল্লিও

English summary
Researchers finds water in Mars down to surface. A research paper publishes on the Journal in America
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X