For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চোখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ উদ্ভাবন! কৃত্রিম বুদ্ধিমত্তাতেই এবার ডায়াবেটিক আই সনাক্তকরণ

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এবার চোখের চিকিৎসাতেও অগ্রগতি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্ভুলভাবে ডায়াবেটিক আই সনাক্তকরণের পদ্ধতি বের করে ফেলেছেন বিজ্ঞানীরা।

  • |
Google Oneindia Bengali News

বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে এবার চোখের চিকিৎসাতেও অগ্রগতি। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নির্ভুলভাবে ডায়াবেটিক আই সনাক্তকরণের পদ্ধতি বের করে ফেলেছেন বিজ্ঞানীরা। এই পদ্ধতি ৯৫.৫ শতাংশ পর্যন্ত নির্ভুল চিকিৎসা সম্ভবপর হচ্ছে বলে দাবি করা হয়েছে। সব থেকে বড় কথা এই পদ্ধতিতে বাইরে থেকে কোন অপথ্যালমোলজিস্টকে কোনও কিছুই করতে হচ্ছে না। ৬০ সেকেন্ডের মধ্যেই ফল বের হয়ে যাচ্ছে এই পদ্ধতিতে।

চোখের চিকিৎসায় গুরুত্বপূর্ণ উদ্ভাবন! কৃত্রিম বুদ্ধিমত্তাতেই এবার ডায়াবেটিক আই সনাক্তকরণ

আমেরিকান অ্যাকাডেমি অফ অপথ্যালমোলজির ১২৩ তম বার্ষিক সাধারণ সভায় গবেষকরা তাদের উদ্ভাবন তুলে ধরেন।

সাধারণভাবে যাঁরা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস-এ আক্রান্ত তাদের ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। বিশেষ করে যখন ব্লাডসুগার লেভেল নিয়ন্ত্রণে থাকে না, তখন এই রোগ আরও বেশি করে দেখা দেয়। চোখের পিছনের অংশে সূক্ষ্ম রক্তজালিকাগুলিকে নষ্ট করে দেয় এই রোগ। ফলে রক্ত এবং ফ্লুইড রেটিনায় গিয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় রেটিনা। দেখার ক্ষেত্রে অসুবিধা শুরু হয়। ডায়াবেটিক রেটিনোপ্যাথিকে মানুষ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে।

ডায়াবেটিক রেটিনোপ্যাথির চিকিৎসা রয়েছে অপথ্যালমোলজিস্টদের কাছে। কিন্তু তা সম্ভব, রোগ একেবারে শুরুর দিকে ধরা পড়লে। সেই জন্য অপথ্যালমোলজিস্টরা রোগীদের অনুরোধ করেন প্রত্যেকবছর তাদের কাছে যাওয়ার জন্য।

তবে চিকিৎসা বিজ্ঞানে নতুন পদ্ধতিও এসেছে। নতুন এই সিস্টেমের নাম আই আর্ট। এই পদ্ধতিতে ৯৫.৫ শতাংশ পর্যন্ত নির্ভুল চিকিৎসা সম্ভব হচ্ছে। পাশাপাশি রোগীকে ৮৬.৫ শতাংশ পর্যন্ত পুরনো অবস্থায় ফেরানো যাচ্ছে।

English summary
Researchers have found artificial intelligence can detect diabetic retinopathy. The system doesn't require inputs from an expert opthalmologist.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X